Pakistan: যে কোনও মুহূর্তে গ্রেফতার ইমরান খান, পাকিস্তান গরম

পাকিস্তানের (Pakistan)  প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে নারী বিচারকের বিরুদ্ধে মন্তব্য ও দেশ বিরোধী অভিযোগ মামলায় নতুন…

পাকিস্তানের (Pakistan)  প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে নারী বিচারকের বিরুদ্ধে মন্তব্য ও দেশ বিরোধী অভিযোগ মামলায় নতুন মোড়। তিনি গৃহবন্দি হতে পারেন। এদিকে ইমরান খান পাকিস্তান জুড়ে ফের লং মার্চের ডাক দিতে পারেন বলেই খবর। পাক সংবাদমাধ্যমের খবর, তেমন কিছু ঘোষণা করলেই তাঁকে গ্রেফতার করা হবে। তৈরি হচ্ছে পাক সরকার।

ফের লংমার্চের ডাক দিতে পারেন ইমরান। বিবিসি জানাচ্ছে, ইমরান ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ডাক দিলে তাঁকে গৃহবন্দি করতে পুলিশকে প্রস্তুত রেখেছে পাকিস্তান সরকার। ইমরান সমর্থকরা তৈরি আন্দোলনের জন্য।

বর্তমান জোট সরকারের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের পতনের লক্ষ্যে তিনি লংমার্চের ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়ে আসছেন। এর আগে তাঁর ডাকা লং মার্চের জেরে পাকিস্তান ছিল উত্তাল। ইসলামাবাদ ঘেরাও করেছিলেন ইমরান খান। অভিযোগ তাঁকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

গত ২০ আগস্ট ইমরান খানের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জেবা চৌধুরীর বিষয়ে মন্তব্য করার পর ওই মামলাটি হয়। সেই মামলায় জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

The Express Tribune ও The Dawn জানাচ্ছে, আদালত অবমাননার মামলায় ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে একটি হলফনামা জমা দেন। সেই হলফনামায় তিনি ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।এর পরেই তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা।

ইসলামাবাদে ভাষ়ন দেওয়ার সময় ইমরান খান  এক পুলিশ কর্মকর্তা, মহিলা বিচারক, সরকারকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন আইন সবার জন্য সমান।