সদ্য প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে এফআইআর দায়ের করল পাঞ্জাব প্রদেশ পুলিশ। শুধু ইমরান একা নন, তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য-সহ ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
গত সপ্তাহে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার ঘনিষ্ঠ কয়েকজন মদিনায় মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী শাহবাজ মসজিদে পৌছতেই একদল পাকিস্তানি নাগরিক তাঁদের বিরুদ্ধে শ্লোগান দেন। এমনকি, শাহবাজকে চোর, গদ্দার বলে মন্তব্য করেন। এ ঘটনায় পাঁচ পাক নাগরিককে গ্রেফতার করে সৌদি আরবের পুলিশ। এর পরই শনিবার রাতে পাঞ্জাব পুলিশ ইমরান ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল।
এই এফআইআর-এ নাম রয়েছে ইমরান সরকারের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, শেখ রশিদ, ইমরানের উপদেষ্টা শাহবাজ গুল, ন্যাশনাল অ্যাসেম্বলি প্রাক্তন ডেপুটি স্পিকার কাসিম সৌরি এবং ইমরান ঘনিষ্ঠ লন্ডনের বাসিন্দা অনিল মুসররাত ও সাহেবজাদা জাহাঙ্গীর-সহ ১৫০ জনের। পাক পাঞ্জাব পুলিশ জানিয়েছে, এফআইআরে যাদের নাম আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের অভিযোগ, ইমরানের উস্কানিতেই এ ধরনের অশ্লীল মন্তব্য করেছেন তাঁর সমর্থকরা। এই ঘটনাটি পুরোপুরি ইমরানের পরিকল্পনা প্রসূত। ইমরান অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, মদিনার ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন। শাহবাজ শরিফ পুলিশকে দিয়ে অযথাই তাঁকে হেনস্থা করতে চাইছেন।