লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে পাকিস্তানেও (Pakistan) শোকের ছায়া। পাক সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে বার্তা – সুর সম্রাজ্ঞীর প্রয়াণে সমাপ্ত হল এক অধ্যায়ের।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে শোক জ্ঞাপন করেছেন তথ্য ও সম্প্রচার বিভাগের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, ‘ দশকের পর দশক যিনি গানের ভুবনকে মাতিয়ে রেখেছিলেন, সেই লতা মঙ্গেশকর আর নেই। সুরের রানির প্রয়াণ সমাপ্ত করল এক অধ্যায়কে। ‘
জেনারেল কামার বাজওয়ার ব্যক্তিগত উপদেষ্টা বলে দাবি করা ‘ জাইদু ‘ নামের এক প্রোফাইল থেকে লেখা হয়েছে, ‘ হাজারটা পাকিস্তান মিলেও লতা মঙ্গেশকরের অভাব পূরণ করতে পারবে না।’
পাকিস্তানের সাংবাদিক মহল থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। বিবিসি নিউজের পাঞ্জাব বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও নিবেদন। তুলনা করা হয়েছে পাকিস্তানের নূর জাহানের সঙ্গে। ‘ আমাদের দিদি ‘ বলে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর শাহিদ মাসুদ।