রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়, শিবাজি পার্কে সুর সম্রাজ্ঞীকে শ্রদ্ধা

৯২ বছর বয়সে স্তব্ধ হয়ে গেল কণ্ঠ। অন্য সুরলোকে পাড়ি দিলেন লতা মঙ্গেশকর। তাঁর সুর একসময় একাত্ম করেছিল আসমুদ্রহিমাচলের মানুষকে। সুখ, দুঃখে মানুষের সঙ্গে ছিল…

৯২ বছর বয়সে স্তব্ধ হয়ে গেল কণ্ঠ। অন্য সুরলোকে পাড়ি দিলেন লতা মঙ্গেশকর। তাঁর সুর একসময় একাত্ম করেছিল আসমুদ্রহিমাচলের মানুষকে। সুখ, দুঃখে মানুষের সঙ্গে ছিল তাঁর গান। সেই গানই আজ অতীত। চিরঘুমে চলে গিয়েছেন সুর সম্রাজ্ঞী। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে ভেঙে পড়েছে ভক্তকুল। এখানেই কোকিলকণ্ঠীকে শ্রদ্ধা জানাতে পারবেন তাঁরা।

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বই আসার তোড়জোড় শুরু করে দিয়েছেন তিনি। তাঁকে স্বাগত জানাবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এছাড়া লতা মঙ্গেশকরের শেষকৃত্যে উপস্থিত থাকবেন বলিউড ব্যক্তিত্বেরা। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, অনুপম খের, সঞ্জয় লীলা বনশালি সহ অনেকেই তাঁর প্রভু কুঞ্জের বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

লতা মঙ্গেশকরের শেষকৃত্যের জন্য শিবাজি পার্ককে ফুল দিয়ে সাজানো হয়েছে। শিবাজি পার্কে উপস্থিত রয়েছে পুলিশ ও নৌসেনা। মিলিটারির গাড়িতে তাঁর দেহ নিয়ে যাওয়া হচ্ছে শিবাজি পার্কে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। ৮ জানুয়ারি ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার হল তাঁর। প্রয়াত হন সুর সম্রাজ্ঞী। কিংবদন্তী গায়িকার প্রয়াণে আগামিকাল পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গে অর্ধদিবস ছুটি। দুদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।