‘বন্ধু’ তালিবান জঙ্গিদের নিকেশ করে পাক সেনা ঢুকল নিজেদের ব্যারাকে

সীমান্তের ওপারে যারা বন্ধু, তারাই আবার সীমান্তের এপারে শত্রু। পাকিস্তানের (Pakistan)  সাথে তালিবান (Taliban) জঙ্গিদের এমনই সম্পর্ক। আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবানদের ঘনিষ্ঠ পাক সরকার। আবার তালিবানদের…

সীমান্তের ওপারে যারা বন্ধু, তারাই আবার সীমান্তের এপারে শত্রু। পাকিস্তানের (Pakistan)  সাথে তালিবান (Taliban) জঙ্গিদের এমনই সম্পর্ক। আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবানদের ঘনিষ্ঠ পাক সরকার। আবার তালিবানদের পাক শাখা হলো পাকিস্তানেরই শত্রু! এমন ভূমিকা নিয়ে দু দেশে ছড়িয়ে আছে এই জঙ্গি সংগঠনটি। বিবিসির খবর, পাকিস্তানের সীমান্ত এলাকার একটি  থানা দখল করেছিল তালিবান। তাদের নিকেশ করল পাক সেনা।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কেন্দ্র দখল করেছিল তানিবান জঙ্গিরা। তিন দিন পর অভিযান চালিয়ে সেন্টার দখলমুক্ত করেছে পাক সেনা। ৩৩ জন  জঙ্গি এবং দুজন সেনা কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ জানান, ওই সেনা নিবাসটি জঙ্গি মুক্ত হয়েছে।

গত রবিববার বান্নু জেলার সেনানিবাসের সিটিডি সেন্টারটি দখল করে তেহরিক ই তালিবান পাকিস্তান (TTP) জঙ্গিরা। সেনা কর্মীদের বন্দি করে তারা। শুরু হয় অভিযান।  তিন দিন ধরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। এলাকায় ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।