এটিকে মোহনবাগানের নজরে কাতার বিশ্বকাপ খেলা তারকা ফুটবলারের দিকে

জানুয়ারি মাসের ট্রান্সফার মার্কেটে জনি কাউকোর বদলে একজন নম্বর নাইন কে চাইছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এবং সেই পরিকল্পনা থেকে খান পাঁচেক নাম ভেবেছে…

world-cup-nigeria

জানুয়ারি মাসের ট্রান্সফার মার্কেটে জনি কাউকোর বদলে একজন নম্বর নাইন কে চাইছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এবং সেই পরিকল্পনা থেকে খান পাঁচেক নাম ভেবেছে সবুজ -মেরুন শিবির। যার মধ্যে রয়েছে একজন বিশ্বকাপার। যিনি এবারের কাতার বিশ্বকাপেও খেলেছিলেন।

তালিকায় রয়েছেন একজন হাইপ্রোফাইল নাইজেরিয়ার আক্রমণ ভাগের ফুটবলার। এবারে এটিকে মোহনবাগানের গোল করতে সমস্যা হচ্ছে। দিমিত্রি পেত্রাতোসকে গোল করার জন্যে নিয়ে এসেছিলো সবুজ মেরুন শিবির। কিন্তু তাকে নম্বর নাইন হিসেবে খেলানোর চেষ্টা করলেও, তিনি ফলস নাইন হিসেবে খেলতে বেশি স্বাচ্ছ‍্যন্দ দেখা গেছে।

এবং এই কারণে গোল করিয়ে লোকের খোঁজ চালাচ্ছে এটিকে মোহনবাগান। এবং সেই উদ্দেশ্যে একজন বিশ্বকাপার, একজন প্রথম সারির হাই প্রোফাইল নাইজেরিয়ার আক্রমণ ভাগের ফুটবলারের পাশাপাশি আরও তিন জনকে শর্ট লিস্টেড করে রেখেছে এটিকে মোহনবাগান।

দলবদলের লড়াই শুরুর আগে বাজারে এখন জোর গুঞ্জন। ইতিমধ্যে একজন তারকা বিদেশি সেন্টারফরোয়ার্ডকে সই করিয়ে নিয়েছে সবুজ মেরুন শিবির। সার্বিয়ার ডিফেন্ডার স্লাবকো ডামজানোভিচকে দলে নিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান এমনটাই শোনা যাচ্ছে।এর আগেও আইএসএলে খেলার অভিজ্ঞতা আছে স্লাভকোর।তিনি খেলেছিলেন চেন্নাইয়ান এফসির হয়ে। বর্তমানে তিনি খেলছিলেন সার্বিয়ার প্রথম সারির ক্লাব নোভি পাজারে। এই তারকা সেন্টার ব‍্যাক কে দলে নিতে জামশেদপুর এফসির কাছে বিরাট বেগ পেতে হয়েছিল সবুজ মেরুন শিবিরের। কিন্তু শেষ হাসি হাসলো এটিকে মোহনবাগান।এমনটাই শোনা যাচ্ছে এখন।

গোটা এটিকে মোহনবাগান শিবিরে চোট সমস্যা বিরাট মাথা চাড়া দিয়ে উঠেছে এখন। এর একটা সঠিক কম্বিনেশন নিয়ে এখন খেলতে নামাটাই বড় চ‍্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে সবুজ মেরুনে হেড কোচ জুয়ান ফেরান্দোর কাছে।