Pakistan: ইমরান খানের গ্রেফতারির জেরে জ্বলছে রেডিও পাকিস্তান, সরকার নামাল সেনা

হু হু করে জ্বলছে পাক (Pakistan) সরকারি গণমাধ্যম রেডিও পাকিস্তান। পেশোয়ার থেকে এই ছবি ছড়িয়েছে বিশ্বজুড়ে। পরিস্থিতি এমনই যে কোনওভাহেই ইমরান খানের (Imran Khan) সমর্থকদের…

হু হু করে জ্বলছে পাক (Pakistan) সরকারি গণমাধ্যম রেডিও পাকিস্তান। পেশোয়ার থেকে এই ছবি ছড়িয়েছে বিশ্বজুড়ে। পরিস্থিতি এমনই যে কোনওভাহেই ইমরান খানের (Imran Khan) সমর্থকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। সরকার নামাল সেনা। আসছে একের পর এক নিহতের সংখ্যা বৃদ্ধির খবর। পাকিস্তান অগ্গিগর্ভ।

রেডিও পাকিস্তানের মহাপরিচালক তাহির হুসেন নিশ্চিত করেছেন যে পেশোয়ারে রাষ্ট্রীয় গণমাধ্যমের ভবনে কয়েক দিনে দুবার হামলা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, দুর্বৃত্তরা নিউজরুম ও রেডিও অডিও রুমে ঢুকে ভেতরে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। তারা অফিসের কর্মীদের উপরও হামলা চালায়,

রয়টার্স জানাচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পর প্রাণঘাতী হিংসাত্মক আন্দোলন দমনে সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছে পাকিস্তান সরকার। একটি জমি দুর্নীতির মামলায় ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন ইমরান খান। আদালতের সামনে তাকে টেনে হিঁচড়ে গ্রেফতার করা হয়। ইমরান খানের গ্রেফতারের প্রেক্ষিতে মারাত্মক অস্থিরতা তৈরি হয়েছে পাকিস্তানে।

পরিস্থিতি স্বাভাবিক করতে বুধবার সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছে সরকার। প্রতিবাদকারীদের রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করার বিষয়ে সতর্ক করা হয়। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে হিংসাত্মক আন্দোলনে বাড়ছে নিহতের সংখ্যা।

ইমরান খান জনমত অনুযায়ী পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। মঙ্গলবার একটি ভূমি দুর্নীতির মামলায় তার গ্রেফতারিকে সরকারের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে তেহরিক ই ইনসাফ। দলটির সমর্থকরা পুরো পাকিস্তানের জুড়ে বিক্ষোভ ও হিংসাত্মক আন্দোলন চালাচ্ছে। খানের গ্রেফতারির পর পাকিস্তানের শেয়ার বাজারে ভয়াবহ পতন শুরু হয়েছে।