এবার বিধানসভায় ইডি নজর! ইডি নজরে PAC চেয়ারম্যান

raiganj bjp mla krishna kalyani

শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝে এবার আরও বিড়ম্বনায় মমতা সরকার। সরকারি আয় ব্যায়ের হিসেব তদারকি কমিটি অর্থাত পাব্লিক অ্যাকাউন্টস কমিটি (PAC) চেয়ারম্যান কৃষ্ণ কল্যানীর বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ইডির নজর পড়ল।

খুবই তাৎপর্যপূর্ণ, বিধায়ক কৃষ্ণ কল্যানী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তবে তিনি এখনও খাতায় কলমে বিজেপির বিধায়ক। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক তিনি। তাঁকেই পিএসি চেয়ারম্যান করে সরকার।

পিএসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১৮ থেকে ২০২২ অবধি দুটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার নামে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে।

Advertisements

২০২১ সালে বিজেপির টিকিটে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন কৃষ্ণ কল্যাণী। পরে তৃণমূলে যোগদান করেন করেন তিনি। সদ্য মুকুল রায় পিএসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতেই তাঁকে সেই পদে আনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই আবহেই এবার কৃষ্ণ কল্যাণীকে নোটিশ দিল ইডি।

গত ২৫ জুলাই ইডির তরফে সেই নোটিশ পাঠানো হয়েছে। ওই দুই টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য সমস্ত খরচ চেয়ে পাঠানো হয়েছে। চিঠিতে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পর্যায়ের এক আধিকারিক জানিয়েছেন, ২০০২ সালে বেআইনি অর্থ লেনদেন প্রতিরোধ আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী এই নোটিস পাঠানো হয়েছে।

যদিও বিষয়টিকে নিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল। তৃণমূলের তরফে বলা হচ্ছে, বিজেপিতে থাকলে তাঁর কোনও দোষ নেই। তৃণমূলে থাকা মানেই তাঁকে ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে।

Advertisements