Ukraine War: শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমস্যা মেটান, পুতিনকে হুঁশিয়ারি বিরোধী দল কমিউনিস্ট পার্টির

প্রেসিডেন্ট পুতিন কী করতে চলেছেন? তিনি কি ইউরোপে যুদ্ধ দামামা বাজাতে চান ? দ্রুত শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইউক্রেনের সঙ্গে সমস্যা সমাধান করুন। এমনই বার্তা দিয়েছে রুশ পার্লামেন্টের প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি। তাদের দাবি, যে করেই হোক শান্তি বজায় রাখতে হবে। (Ukraine War)

Advertisements

রাশিয়ার সর্বশেষ জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া বিপুল শক্তি নিয়ে টানা ক্ষমতা দখলে রেখেছে। আরও উল্লেখযোগ্য, কমিউনিস্ট পার্টি তাদের শক্তি বাড়িয়ে বিরোধী আসনে বসেছে। দলনেতা তথা রুশ কমিউনিস্ট পার্টির প্রধান গেন্নাদি জুগানভ অসুস্থ। তিনি মস্কোতে চিকিৎসাধীন।

   

বৃহস্পতিবার আন্তর্জাতিক অনুরোধ উড়িয়ে দিয়েই রাশিয়া সেনা অভিযান শুরু করেছে প্রতিবেশি ইউক্রেনের জমিতে। দেশটির পূর্ব সীমাম্ত এলাকায় দুটি রাজ্যের রুশপন্থী গোষ্ঠী প্রভাবিত। সেই দুটি এলাকাকে স্বাধীন ঘোষণা করে রুশপন্থীদের সাহায্যে চলেছে অভিযান। এই এলাকা দুটিতে ইউক্রেন সরকারের কোনও ক্ষমতা নেই।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরেই বিশ্ব জুড়ে হইচই। ইউক্রেনের পক্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বের ন্যাটো বাহিনী এখনও নীরব। সিএনএন জানাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অভিযানের নির্দেশ দেবেন। বিবিসির খবর, রাশিয়া ও ন্যাটো বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা থাকছে।

রাশিয়ার পক্ষে বেলারুশ সরাসরি এসেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, রাশিয়ার প্রভাবে থাকা কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানের মতো দেশগুলি সরাসরি মস্কোকে সমর্থন করবে। অপর দিকে ব্রিটেন, জার্মানি, আমেরিকার অবস্থান।

পরিস্থিতি বিশ্লেষণ করেছে রাশিয়ার প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি। তাদের দাবি, বড়সড় যুদ্ধের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। বহু মানুষের জীবন যাবে।

অন্যদিকে রুশ অভিযানের পক্ষে যুক্ত হিসেবে পুতিন জানান, বিলুপ্ত বলশেভিক পার্টি (কমিউনিস্ট পার্টি) যে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিল লেনিনের নেতৃত্বে, তাতে ইউক্রেনকে রাখার পদ্ধতি ঠিক ছিল না। পুরনো রাশিয়া সাম্রাজ্যের অংশীদার ইউক্রেন। সেখানকার রুশপন্থীদের জন্য সরকার চিন্তিত।

পুতিনের ব্যাখ্যায় তীব্র প্রতিবাদ করেছে বিরোধী দল কমিউনিস্ট পার্টি। তাদের দাবি, বিশ্ববিখ্যাত সোভিয়েত ইউনিয়নের ভূমিকাকে খর্ব করছেন প্রেসিডেন্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements