বন্যায় মৃত পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ বীরভূম সফরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

জলে ভাসছে বাংলা৷ হাওডা থেকে হুগলি, দুই মেদিনীপুরের জলছবি প্রায় এক৷ বিঘার পর বিঘা জমি প্রায় জলমগ্ন৷ গত দুই দিন ধরে বন্যা কবলিত স্থান সরজেমিনে…

kik বন্যায় মৃত পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ বীরভূম সফরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

জলে ভাসছে বাংলা৷ হাওডা থেকে হুগলি, দুই মেদিনীপুরের জলছবি প্রায় এক৷ বিঘার পর বিঘা জমি প্রায় জলমগ্ন৷ গত দুই দিন ধরে বন্যা কবলিত স্থান সরজেমিনে খতিয়ে দেখতে দুই দিনের সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

সেখানে গিয়ে প্রশাসনিক বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্থ বিষয়গুলি দেখছে প্রশাসন৷ যদিও ফের ডিভিসিকেই নিশানা মমতার৷ প্রায় ৫০ লক্ষ মাটির বাড়ি ভেঙে গিয়েছ৷ সেই সমস্ত দিক থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ কৃষকদের জন্য বীমার টাকা সরকারের তরফে দেওয়া হবে৷ জল সরে গেলে ক্ষতির মূল্যায়ন করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ বিশেষ করে বন্যায় মৃত পরিবারকে দেওয়া হবে ২ লক্ষ টাকা৷

   

গতকাল বর্ধমানে মমতা বলেন,” ডিভিসি আবার জল ছাড়ে তাহলে আমি এবার কড়া ব্যবস্থা নেব৷ এই বন্যা রুখতে আরও সক্রিয় হতে হবে৷ ক্ষতিগ্রস্থ কৃষকরা শ্স্যবীমার টাকা পাবে৷ আবার বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে তাই এই বিষয়টি নিয়ে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সবাইকে নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি৷ সকলেই যাতে ত্রাণ পান সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ ঝাড়খন্ডে বৃষ্টি হলে নিজেদের বাঁচাতে বাংলার উপর জল ঢেলে দেওয়া হয় বিশেষ করে এই বিষয়টিকে ম্যান মেড বন্যা তত্ত্ব আখ্যা দেওয়া হয়েছে৷ কিন্তু মুখ্যমন্ত্রীর কথা মানতে নারাজ কেন্দ্র৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্য ভুল তথ্য দিচ্ছে৷ রাজ্যকে জানিয়ে ডিভিসির জল ছাড়া হয়েছে৷ সম্প্রতি ফের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দুদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি আজ কেষ্ট গড়ে প্রাশানসিক বৈঠকে থাকতে পারেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সূত্রে এমনই খবর। জানা গিয়েছে,মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের পর সরকারি গেস্ট হাউস ‘রাঙাবিতান’-এ অনুব্রত যাবেন মমতার সঙ্গে দেখা করতে। সেখানেই আলাপ-আলোচনা করতে পারেন বলে সূত্রের খবর৷