Operation Kaveri: ‘অপারেশন কাবেরী’-তে ভরসা করে সুদান থেকে ফিরবে ভারতীয়রা

Operation Kaveri: Indian government's mission to evacuate citizens from war-torn Sudan

গৃহযুদ্ধ বিধ্বস্ত সুদানে (Sudan) আটকে থাকা ভারতীয়দের (Indian nationals) দেশে ফেরাতে ‘অপারেশন কাবেরী’ (Operation Kaveri)৷ সুদানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল বিদেশমন্ত্রক।

সোমবার বিদেশমন্ত্রী এস জয়শংকর এর খবর অনুযায়ী, ইতিমধ্যে সুদানে আটকে থাকা ৫০০ ভারতীয় সুদান বন্দরে পৌঁছে গিয়েছেন। বাকিদের ফেরাতে জাহাজ, বিমানের ব্যবস্থা করা হয়েছে। আর এই ঘরে ফেরানোর মিশনের নাম অপারেশমন কাবেরী।

আচমকাই গৃহযুদ্ধ শুরু হয়েছে আফ্রিকা মহাদেশের সুদানে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বহু ভারতীয় আটকে রয়েছে। তাঁদের দেশে ফেরানোর জন্য সৌদি আরব, ব্রিটেনের মতো একাধিক দেশের সঙ্গে কথা বলেছে বিদেশমন্ত্রক।

   

এমনকি, রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকও করেন জয়শংকর। সূত্রের খবর অনুযায়ী, রাষ্ট্রসংঘের সাহায্যে করিডোর তৈরি করে উদ্ধার করা হবে ভারতীয়দের।

বিদেশমন্ত্রী জানিয়েছেন, সুদানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে শুরু হয়েছে ‘অপারেশন কাবেরী’। সুদান বন্দরে পৌঁছে গিয়েছেন ৫০০ ভারতীয়। বাকিরা রাস্তায় রয়েছে। তাঁদের বাড়ি ফেরাতে আমাদের জাহাজ, বিমান তৈরি।

উল্লেখ্য, করোনা কালে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়েছিল বিদেশমন্ত্রক। সেই অপারেশনের নাম রাখা হয়েছিল ‘অপারেশন বন্দে ভারত’। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারকার্যের নাম রাখা হয়েছিল ‘অপারেশন গঙ্গা’।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন