প্লাস্টিকে Omicron স্থায়িত্ব সর্বাধিক : সায়েন্স রিপোর্ট

মানুষের চামড়ার থেকে প্লাস্টিক নাকি ওমিক্রনের  (Omicron) আরও বেশি প্রিয়। একদল জাপানি  (Japan) বিজ্ঞানীর গবেষণায় মিলেছে এমনই ফলাফল। করোনার (Covid19) অন্যান্য উপপ্রজাতির থেকেও প্লাস্টিকের ওপর…

Omicron

মানুষের চামড়ার থেকে প্লাস্টিক নাকি ওমিক্রনের  (Omicron) আরও বেশি প্রিয়। একদল জাপানি  (Japan) বিজ্ঞানীর গবেষণায় মিলেছে এমনই ফলাফল। করোনার (Covid19) অন্যান্য উপপ্রজাতির থেকেও প্লাস্টিকের ওপর ওমিক্রনের স্থায়িত্ব সর্বাধিক বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক এক সংবাদসংস্থার পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এক গবেষণার কথা। রিপোর্ট অনুযায়ী, মানুষের ত্বকে একদিন টিকে থাকতে পারে ওমিক্রন। প্লাস্টিক বা প্লাস্টিকজাত যে কোনো কিছুর ওপর করোনার এই উপপ্রজাতি থাকতে পারে আট দিনেরও বেশি।

ল্যাবেরটরি টেস্টের পর জাপানের বিজ্ঞানীরা অনুমান করছেন, পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কারণে ওমিক্রন এতো বেশি সংক্রামক। সংক্রমণের বিচারে ডেল্টা উপপ্রজাতিকেও পিছনে ফেলে দিয়েছে ওমিক্রন।

মানব ত্বকে ওমিক্রনের স্থায়িত্ব-কাল পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। মূল করোনা ভাইরাসের বেঁচে থাকার গড় সময় ৮.৬ ঘন্টা। আলফা উপপ্রজাতির ক্ষেত্রে ১৯.৬ ঘন্টা, বিটার জন্য ১৯.১ ঘন্টা, গামা ১১.০ ঘন্টা, ডেল্টার ১৬.৪ ঘন্টা এবং ওমিক্রন ২১.১ ঘন্টা মানুষের ত্বকে সক্রিয় থাকতে পারে।

করোনা যেমন সংক্রামক, তেমনই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপায়ও বের করেছেন বিজ্ঞানীরা। স্যানিটাইজার। অ্যালকোহল-ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজারগুলির সাহায্যে ১৫ সেকেন্ডের মধ্যে সমস্ত প্রকার করোনা উপপ্রজাতিকেই সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছিল। অতিমারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।