ছাত্রকে বারবার ধর্ষণ করে জেলে গেলেন শিক্ষিকা

১৫-বছরের ছাত্রকে ধর্ষণের জন্য ১ মিলিয়ন ডলার জরিমানা হল তার ইংরাজি শিক্ষিকা জেনিফার ক্যাসওয়েলের। তিন বছর আগে পুলিশ ২৮-বছরের জেনিফারকে এক মিসিসিপির হোটেল রুম থেকে…

১৫-বছরের ছাত্রকে ধর্ষণের জন্য ১ মিলিয়ন ডলার জরিমানা হল তার ইংরাজি শিক্ষিকা জেনিফার ক্যাসওয়েলের। তিন বছর আগে পুলিশ ২৮-বছরের জেনিফারকে এক মিসিসিপির হোটেল রুম থেকে গ্রেফতার করে। সেই হোটেলের ঘরেই তার সঙ্গে ছিল সেই নাবালক ছেলে।

Advertisements

এই ঘটনার ২ মাস আগেই জেনিফার ওক্লাহোমা’স হলিস মিডিল স্কুল থেকে পদত্যেগ করেন। পদত্যেগের সময় কানাঘুঁসো শোনা গেছিল যে স্লুলের ইংরাজি শিক্ষক জেনিফার ক্যাসওয়েল এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে।

   

অভিযোগ ছিল দুজনই বহুবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন বারবার, কখনও ছাত্রের বাড়িতে, তো কখনও ক্লাস্রুমে। কিন্তু জেনিফার ছেলেটিকে ওক্লাহোমা থেকে মিসিসিপি ৬৫০ মাইল অনুস্মরন করে। এরপরই পুলিস তাকে হাতেনাতে ধরে ফেলে।

জেনিফার ক্যাসওয়েলের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে ৩ বার যৌন নির্যাতন, ২ বার শিশুকে প্রলুব্ধ করা এবং জোরপূর্বক সোডোমি। কোর্ট তাকে ১০ বছরের জেলের সাজা শোনায়। এরপর তাকে ১ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। মামলাটি করে ছাত্র এবং তার বাবা ক্যাসওয়েল এবং স্কুলের বিরুদ্ধে।