Suchandra Dasgupta: ছিটকে পড়ে অভিনেত্রী সুচন্দ্রার মৃত্যু, সস্তার অনলাইন বাইক কতটা নিরাপদ?

এক সাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে বাইক চালক জোরে ব্রেক করেছিলেন। বেক মারার বিপরীত ধাক্কায় সিট থেকে ছিটকে পড়েছিলেন (Suchandra Dasgupta) সুচন্দ্রা। ঠিক পিছন থেকে…

এক সাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে বাইক চালক জোরে ব্রেক করেছিলেন। বেক মারার বিপরীত ধাক্কায় সিট থেকে ছিটকে পড়েছিলেন (Suchandra Dasgupta) সুচন্দ্রা। ঠিক পিছন থেকে একটা ট্রাক তাকে পিষে দেয়। তদন্তে নেমে পুলিশ অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর মৃত্যুর কারণ দুর্ঘটনায় বলেই মেনে নিয়েছে পুলিশ।

মর্মান্তিক এই দুর্ঘটনায় বাংলা টেলি দুনিয়ার পরিচিত মুখ সুচন্দ্রার মৃত্যুর পর টলিপাড়া শোকাতুর। তবে দুর্ঘটনাস্থল বরানগরের ঘোষপাড়াবাসী ক্ষুব্ধ। অ়ভিযোগ এই এলাকায় বিটি রোডের উপর ট্রাক ও ভারি গাড়ির চলাচল ট্রাফিক আইন মেনে হয়না। সুচন্দ্রার মৃত্যুর পর তদন্তে নেমে ওই ট্রাকের চালককে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। তবে বেঁচে গেছেন বাইক চালক।

জানা গিয়েছে টিভি সিরিয়াল ‘গৌরি এল’ সেট থেকে শুটিং সেরে শনিবার রাতে সুচন্দ্রা দাশগুপ্ত বাড়ি ফেরার সময় সস্তার অনলাইন বাইক বুক করেছিলেন। দুর্ঘটনায় তিনি ছিটকে পড়েন। তাঁর মৃত্যুর পর প্রশ্ন উঠছে কম খরচের অনলাইন বাইক রাইডিংয়ের নিরাপত্তা নিয়ে।

(১) এই ধরণের বাইক সওয়ারি যারা হন তাদের সবাই জানেন প্রবল গতিতে বাইক চালান রাইডাররা। পিছনে জড়সড় হয়ে বসে থাকতে হয় সওয়ারিকে।

(২) বুকিং করা নির্দিষ্ট দূরত্ব যতটা কম সময়ে যাওয়া যায় তার জন্য মরিয়া হয়ে বাইক চালান চালকরা।

(৩) একটি বুকিং শেষ করে পরবর্তী বুকিং ধরার তাড়া থাকে বাইক চালকদের। ফলে বাইরের গতি বেশি থাকে।

সুচন্দ্রা দাশগুপ্ত অনলাইন বাইক বুকিং করার পর উপরোক্ত ঘটনাগুলি ঘটে থাকার প্রবল সম্ভাবনা। যান চলাচল বহুল বিটি রোডের উপর বেশ জোরে আসা বাইকের ব্রেক কষতেই তিনি ছিটকে পড়েন। এটা যে কোনও আরোহীর সাথে ঘটতে পারে। ঘটেও।