ডুবে থাকতেই আনন্দ! টানা ৭৪ দিন জলের তলায় থেকে বিশ্ব নজির

সমস্ত বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন ফ্লোরিডার এক প্রফেসর। ৭৪ দিন জলের তলায় কাটালেন জোসেফ ডিটুরি। তিনি ১০০ দিন থাকনেব বলে জানিয়েছেন। ৫৫-বছরের জোসেফ ডিটুরি ইউনিভার্সিটি…

সমস্ত বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন ফ্লোরিডার এক প্রফেসর। ৭৪ দিন জলের তলায় কাটালেন জোসেফ ডিটুরি। তিনি ১০০ দিন থাকনেব বলে জানিয়েছেন।

৫৫-বছরের জোসেফ ডিটুরি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাওমেডিকেল ইঞ্জিনিয়ারিং-এর প্রফেসর। তিনি ২৮ বছর মার্কিন নেভিতে ছিলেন। তিনি একটি ডুবো লজে ৭৪ দিন কাটিয়ে বিশ্ব রেকর্ড করেছেন। তিনি পূর্বের ৭৩ দিন, ২ ঘণ্টা এবং ৩৪ মিনিটের রেকর্ড ভেঙে দিয়েছেন।

এই বছরের ১ লা মার্চ ডিটুরি তার এই অভিযান শুরু করেন। উদ্দেশ্য ছিল জলের নিচে চাপের দীর্ঘমেয়াদী প্রভাব এবং মানবদেহে সামাজিক বিচ্ছিন্নতার প্রভাব।

এই পরীক্ষার নাম দেওয়া হয়েছে ‘প্রোজেক্ট নেপচুন ১০০।’ গবেষণাটি চলছে জুলের ‘আন্ডারওয়াটার লজে।’ এই লজটি ৩০-ফিট গভীর লেগুনে অবস্থিত। লেগুনটি রয়েছে ফ্লোরিডার কী লার্গোতে।

লজটি একটি ১০০ স্কোয়ের ফুটের ক্যেবিন। ক্যেবিনে রয়েছে ওয়ার্কআউটের সরঞ্জাম, মাইক্রোওয়েভ এবং একটি জানলা।

জোসেফ ডিটুরি তার নিয়মিত রুটিন মেনে চলেন। রোজ ভোর ৫টায় উঠে শরীর চর্চা করেন। তারপর তিনি মাইক্রোওয়েভের সাহায্যে প্রোটিন-যুক্ত খাবার বানিয়ে খান। অধিকাংশ সময় ডিম বা স্যালমন বানিয়ে খান। তারপর তিনি অনলাইনের মাধ্যমে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পড়ান।

বিশ্ব খ্যাত অর্জন করলেও ডিটুরি চান মানুষের জীবন কীভাবে উন্নতমানের করা যায় তা নিয়ে পরীক্ষা চালিয়ে যেতে। তিনি বিশ্বাস করেন এই সাফল্য তেমন কিছু না, এখনও বিজ্ঞানের অনেকটা পথ চলা বাকি।