ছ’মাস বাদেই আরও একটা লাভজনক সংস্থা বিক্রি করছে মোদী-সরকার

এবার আরও এক লাভজনক সংস্থা বিক্রি করার পথে কেন্দ্রের মোদী সরকার। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসিএল) বেসরকারীকরণের পথ আগামী ছয় মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলে…

ছ'মাস বাদেই আরও একটা লাভজনক সংস্থা বিক্রি করছে মোদী-সরকার

এবার আরও এক লাভজনক সংস্থা বিক্রি করার পথে কেন্দ্রের মোদী সরকার। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসিএল) বেসরকারীকরণের পথ আগামী ছয় মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলে খবর।

পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের (ডিআইপিএএম) সচিব তুহিন কান্ত পান্ডে এ তথ্য জানিয়েছেন। বিপিসিএল অধিগ্রহণে আগ্রহ দেখিয়েছেন এমন তিনজনের মধ্যে দু’জন ইতিমধ্যেই নিজেদের আগ্রহ ফিরিয়ে নিয়েছেন। এর পরেই বিপিসিএল-এর বেসরকারিকরণের প্রক্রিয়া বাতিল করে দেয় সরকার।

তুহিন পান্ডে বলেন, ‘বিপিসিএল-এর বেসরকারিকরণের ক্ষেত্রে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এখন পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। আমি বলব, আগামী ছয় মাসের মধ্যে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে।’

Advertisements

উল্লেখ্য, গত কয়েক দিনে বাজারের বর্তমান অবস্থা অনুকূলে ছিল না, যার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

এ কারণে প্রাথমিকভাবে বিডিং কোম্পানিগুলো তাদের দরপত্র প্রত্যাহার করে নেয়। পুরো সেক্টরটি এত দ্রুত গতিতে চলছিল এবং এটি ঘিরে অনিশ্চয়তা ছিল। তিনি বলেন, ‘এখন মানুষও বুঝতে পারছে যে সময়ের সাথে সাথে তেল খাতে খুব কম বিনিয়োগ হয়েছে। জানি না ভবিষ্যতে কী হবে।’