North Korea: মিসাইল ছুঁড়ে কিমের হাসি, জাপানে তীব্র আতঙ্ক

কিম হাসছে। জাপান কাঁপছে। আতঙ্কিত জাপানবাসী টিভিতে দেখছেন তাদের মাথার উপর দিয়ে সাঁই সাঁই করে ছুটে গেছে মিসাইল। সেটা যদি পড়ত তাহলে ? ভয়ে কালঘাম…

North Korea fires ballistic missile

কিম হাসছে। জাপান কাঁপছে। আতঙ্কিত জাপানবাসী টিভিতে দেখছেন তাদের মাথার উপর দিয়ে সাঁই সাঁই করে ছুটে গেছে মিসাইল। সেটা যদি পড়ত তাহলে ? ভয়ে কালঘাম ছুটছে জাপান সরকারের। বিবিসি জানাচ্ছে, উত্তর কোরিয়া (North Korea) ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। সেটি জাপানের উপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে প্রবল বিস্ফোরণ ঘটিয়েছে। জাপানে জারি সতর্কতা।

উত্তর কোরিয়ার সংবাদসংস্থা কেসিএনএ জানাচ্ছে, জাপানের উত্তরাংশের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ২০১৭ সালের পর মঙ্গলবার প্রথমবারের মতো জাপানের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এটির পরীক্ষা সফল।

জাপান টাইমসের খবর, উত্তর কোরিয়ার এমন কাজের পক জাপানে সতর্কতা জারি। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে সরকার। উত্তর জাপানে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার জন্য জাপান কোনও প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেনি।

জাপানের প্রধান সরকারি মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেন, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার ধারাবাহিক হুমকি পদক্ষেপ জাপান সহ এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করেছে।