Uttarakhand: উৎসবের মাঝে অভিযাত্রীদের মৃত্যু আশঙ্কা, উত্তরাখণ্ডে তুষার চাপা বহু

উৎসবের আমেজে ভয়াবহ তুষার ধসের সংবাদ। উত্তরাখণ্ডে পর্বাতাভিযাত্রীরা তুষার চাপা পড়লেন। দুর্যোগের মাঝে শুরু হয়েছে উদ্ধার। বায়ু সেনা চালাচ্ছে অভিযান। (Uttarakhand) তুষার ধসে তলিয়ে গেছেন…

উৎসবের আমেজে ভয়াবহ তুষার ধসের সংবাদ। উত্তরাখণ্ডে পর্বাতাভিযাত্রীরা তুষার চাপা পড়লেন। দুর্যোগের মাঝে শুরু হয়েছে উদ্ধার। বায়ু সেনা চালাচ্ছে অভিযান। (Uttarakhand)

তুষার ধসে তলিয়ে গেছেন অভিযাত্রীরা। দেরাদুন থেকে খবর আসছে, নেহরু ইনস্টিটিউট অফ মা়উন্টেনিয়ারিং (NIM) থেকে চল্লিশ জনের একটি অভিযাত্রী দল উত্তরাখণ্ডের (Uttarakhand) দ্রৌপদী কা ডান্ডা-২ পর্বত শিখরে অভিযান করতে গেছিল। তাদের অন্তত ২০ জন নিখোঁজ।

পিটিআই জানাচ্ছে, অভিযাত্রী দলে ৩৩ জন প্রশিক্ষণ নিচ্ছেন। বাকি সাত জন প্রশিক্ষক। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, পরিস্থিতি ভয়াবহ। তুষার ধসের খবর মিলতেই ঘটনাস্থলে রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের পাঠানো হয়েছে।

উত্তরকাশী থেকে ট্রেকিংয়ের সময় ছিটকুলের অদূরে একটি জায়গায় ধসের জেরে আটকে পড়েন অভিযাত্রীরা। একজনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত। সেখানে আরও কয়েকজন আটকে রয়েছেন। তবে তুষার ধসের নিচে থাকা কাউকেই এখনও খুঁজে পাওয়া যায়নি।আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারের জন্য বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে ।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আরও জানান, তুষারধসে আটকে পড়া প্রশিক্ষণার্থীদের উদ্ধার করতে নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং-এর দল সহ জেলা প্রশাসন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, সেনা এবং আইটিবিপি জওয়ানরা যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন ।

দ্রৌপদী কা ডান্ডা: মহাভারত ও প্রকৃতির দুর্গম বন্ধন
উত্তরাখণ্ডে ছড়িয়ে থাকা হিমালয়ের অংশে মিশে আছে মহাভারতের বহু পৌরানিক কাহিনী। লিখিত মহাকাব্য মহাভারত অনুসারে কৌরবদের পরাজিত করেন পাণ্ডবরা। এই মহাকাব্য অনুসারে পাণ্ডবরা হাঁটা পথে হিমালয়ের দুর্গম এলাকা ধরে স্বর্গারোহন করেছিলেন। সেই যাত্রা পথের পড়া তুষারে মোড়া এলাকার একটি দ্রৌপদী কা ডান্ডা বা দ্রৌপদীর ডান্ডা। পাহাড়ি পথে ডান্ডা হাতে নিয়ে চড়াই উতরাই করতে হয়। সেই কারণে হিমালয়ের এই গিরি শিখর দ্রৌপদী কা ডান্ডা নাম পেয়েছে।

সমুদ্রতল থেকে ১৮,৯৩৪ ফুট উচ্চতার দ্রৌপদী কা ডান্ডা-২ গিরি শিখর অভিযান পর্বতারোহীদের কাছে বিশেষ আকর্ষণীয়। এই পর্বতাভিজানে দুর্গমতার কারণে অভিযাত্রীরা আসেন।