সীমান্তে চিনা অনুপ্রবেশ, কূটনৈতিক পথে হাঁটতে চায় নেপাল

সীমান্ত পেরিয়ে চিনের অনধিকার প্রবেশ নিয়ে এবার মুখ খুলল নেপাল। ভারতের প্রতিবেশী এই দেশ জানিয়েছে, তাদের দেশের পশ্চিম সীমান্ত দিয়ে চিনা অনুপ্রবেশ নিয়ে তারা চিন্তিত।…

সীমান্ত পেরিয়ে চিনের অনধিকার প্রবেশ নিয়ে এবার মুখ খুলল নেপাল। ভারতের প্রতিবেশী এই দেশ জানিয়েছে, তাদের দেশের পশ্চিম সীমান্ত দিয়ে চিনা অনুপ্রবেশ নিয়ে তারা চিন্তিত। কিন্তু সেই বিষয় কূটনীতির সঙ্গে সমাধান করতে হবে।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নেপালের পশ্চিম সীমান্ত দিয়ে চিন অনুপ্রবেশ ঘটাচ্ছে। এই অঞ্চলে চিন ও নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। নেপালের মন্ত্রী ও সরকারি মুখপাত্র জ্ঞানেন্দ্র কারকি জানান, এই বিষয়টি গুরুতর। কিন্তু তাড়াহুড়ো করে এর সমাধান হবে না। বিষয়টি বাস্তবতা ও তথ্যের ভিত্তিতে সমাধান করতে হবে। ভারতের মতো আমাদের দেশের সঙ্গেও চিনের সীমান্ত রয়েছে। যদি সীমান্ত নিয়ে কোনও সমস্যা হয় তবে আমরা কূটনৈতিকভাবে তা মিটিয়ে নিতে প্রস্তুত। এই সমস্যা আবার তৈরি হবে না। সরকার এনিয়ে কাজ করবে। বলেছেন মন্ত্রী জ্ঞানেন্দ্র কারকি।

কারকি সাংবাদিকদের জানিয়েছেন, সরকার অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখছে। এনিয়ে সরকারিভাবে বিবৃতিজারি করা হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, নেপাল-চিন সীমান্তের সমস্যা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি কমিটি গঠন করা হয়েছিল। সমস্ত কিছু দেখার পর কমিটি রিপোর্ট দেয় নেপাল ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে কিছু সমস্যা রয়েছে। তবে কারকি আশ্বস্ত করে জানিয়েছেন, এই ধরনের সমস্যা ভবিষ্যতে আর হবে না। সেদিকে খেয়াল রাখবে নেপাল। এদিকে চিনের দূতাবাস থেকে জানানো হয়েছে, চিন ও নেপাল ১৯৬০ সাল থেকে সীমান্ত সংক্রান্ত সমস্যা বন্ধুত্বপূর্ণভাবেই সমাধান করে আসছে। দুই দেশের মধ্যে বর্তমানে এমন কোনও সমস্যা নেই।