Sunday, December 7, 2025
HomeUncategorizedUkraine War: বিশ্ব থেকে বিচ্ছিন্ন হচ্ছে রাশিয়া, পরপর আন্তর্জাতিক রুট বাতিল করল...

Ukraine War: বিশ্ব থেকে বিচ্ছিন্ন হচ্ছে রাশিয়া, পরপর আন্তর্জাতিক রুট বাতিল করল মস্কো

- Advertisement -

একমাত্র ঘনিষ্ঠ দেশ বেলারুশের সঙ্গেই যোগাযোগ রেখে বাকি সব আন্তর্জাতিক বিমান পথ বাতিল করল রাশিয়া। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে মস্কোর এমন সিদ্ধান্ত নিয়ে শোরগোল। মনে করা হচ্ছে, রাশিয়ায় থাকা পুতিন বিরোধীদের দেশে আটকে রাখতেই এমন সিদ্ধান্ত।

বিবিসির খবর, আন্তর্জাতিক সমস্ত রুটে বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট। আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আভ্যন্তরীণ রুটে এবং প্রতিবেশী বেলারুশের ফ্লাইট অপরিবর্তিত থাকবে। এছাড়া রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেনি সেসব দেশের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে।

   

এর আগে রাশিয়ার অসামরিক বিমান পরিবহণ সংস্থা রোজাভিস্তাসিয়া আন্তর্জাতিক রুটে লিজ নেওয়া বিমান চলাচল বন্ধ করার সুপারিশ করে। রাশিয়ার মোট বিমানের অর্ধেকের বেশি লিজের বিমান।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিবাদে আমেরিকা সহ বিভিন্ন সব দেশ নিজেদের আকাশ সীমায় রাশিয়ার বিমান চালাচল নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে রুশ বিমানের গন্তব্য মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য রুটে চলাচলও কঠিন হয়ে পড়ে। পাল্টা ব্যবস্থা হিসেবে ২৭টি দেশের জন্য রাশিয়াও তার আকাশসীমা নিষিদ্ধ করেছে। রাশিয়ার বিমান শিল্পের বিরুদ্ধেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular