নজরে লোকসভা নির্বাচন, আগামী সপ্তাহে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী

কলকাতা: নজরে আসন্ন লোকসভা নির্বাচন৷ ইতিমধ্যে ভোট ময়দানে নেমে পড়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চলতি মাসে শুরুর দিকে পশ্চিমে সভা করার কথা ছিল তৃমমূল সুপ্রিমোর৷…

CM Mamata Banerjee

কলকাতা: নজরে আসন্ন লোকসভা নির্বাচন৷ ইতিমধ্যে ভোট ময়দানে নেমে পড়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চলতি মাসে শুরুর দিকে পশ্চিমে সভা করার কথা ছিল তৃমমূল সুপ্রিমোর৷ কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য সেই সফর তিনি নিজেই বাতিল করে দিয়েছিলেন৷ এমনটাই জানা গিয়েছিল নবান্ন সূত্রে৷

এবার চলতি মাসের শেষের দিকে জঙ্গলমহলে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রী পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করবেন৷ যদিও এখন চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ তাই সেকথা মাথায় রেখে প্রশাসন তাঁর সভাস্থল নির্বাচন করেছে৷ বেশিরভাগ সভা প্রেক্ষাগৃহে হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷

সূত্রে খবর, ২৭ ফেব্রুয়ারি পুরুলিয়ায় প্রশাসনিক সভা করবেন মমতা৷ শহরের মাঝে শিমুলিয়ার ব্যাটারি গ্রাউন্ড সভার সম্ভাব্য স্থল৷ কারণ এই এলাকার আশেপাশে স্কুল, কলেজ নেই৷ ওইদিন পুরুলিয়ায় সভা শেষ করে সেখান থেকে মুখ্যমন্ত্রীর চলে যাওয়ার কথা বাঁকুড়ায়৷ সেখানে রাত্রিবাসের পর বাঁকুড়ায় প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷

২৮ ফেব্রুয়ারি বাঁকুড়া থেকে তৃণমূল সুপ্রিমো চলে যাবেন ঝাড়গ্রামে৷ সেখানে রাত্রিবাসের পর ২৯ তারিখ ঝাড়গ্রামে পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি৷ সমস্ত কর্মসূচি সেরে ওইদিনই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী৷ এরপর মার্চ মাসের প্রথম সপ্তাহে পশ্চিম মেদিনীপুরে যাওয়ার কথা রয়েছে তাঁর৷ ইতিমধ্যে বীরভূম সফর শেষ করেছেন তিনি৷