Mohun Bagan : নিজের সেরাটা দিতে চান কামিন্স, মন পাবেন হাবাসের?

আইএসএলের (Indian Super League) প্রথম লেগের শেষটা খুব একটা ভালো হয়নি মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Super Giant) ফুটবল দলের। শেষ কয়েকটি ম্যাচে তাদের পরাজিত হতে…

Jason Cummings Shines as Mohun Bagan

আইএসএলের (Indian Super League) প্রথম লেগের শেষটা খুব একটা ভালো হয়নি মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Super Giant) ফুটবল দলের। শেষ কয়েকটি ম্যাচে তাদের পরাজিত হতে হয়েছিল সার্জিও লোবেরার ওডিশা এফসির পাশাপাশি মুম্বাই সিটি এফসি ও ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সের মতো হেভিওয়েটদের কাছে ও পরাজিত হতে হয়েছিল তাদেরকে। যা নিয়ে খুব একটা খুশি ছিলনা ম্যানেজমেন্ট। এমনকি মোহনবাগান গ্যালারী থেকে ও গো ব্যাক স্লোগান উঠতে থাকে একাধিকবার। এই পরিস্থিতিতে স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোকে ছাঁটাই করে দলের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসকে দেওয়া হয় দলের দায়িত্ব। টুর্নামেন্টের দ্বিতীয় লেগ থেকেই দলের দায়িত্ব সামলে আসছেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল।

ডার্বি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হলেও পরবর্তীতে হায়দরাবাদ এফসি এবং এফসি গোয়ার মতো দলগুলিকে অতি সহজেই পরাজিত করে সবুজ-মেরুন। এক্ষেত্রে দলে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো। বলপায়ে গোল করার পাশাপাশি একের পর এক অনবদ্য অ্যাসিস্ট উঠে এসেছে এই তারকার থেকে। যা অতি সহজেই জয় এনে দিয়েছে ময়দানেরই প্রধানকে।

বর্তমানে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল দল এফসি গোয়াকে পেছনে রেখে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহনবাগান। এবারের এই লিগশিল্ড জয় করাই অন্যতম লক্ষ্য লিস্টনদের। সব ঠিকঠাক থাকলে শিল্ড জয়ের ক্ষেত্রে ওডিশা এফসির অন্যতম প্রতিপক্ষ হয়ে উঠতে পারে মোহনবাগান। 

তবে ম্যাচের রং বদলানোর ক্ষেত্রে অজি তারকা দিমিত্রি পেত্রাতোসের পাশাপাশি জেসন কামিন্স ও নিজেকে মেলে ধরতে মরিয়া। ফেরেন্দো জামানায় কামিন্সের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট বিতর্ক থাকলেও হাবাস জামানা শুরু হতেই একেবারে অন্য ছন্দে নিজেকে মেলে ধরেন জেসন কামিন্স। মাঝমাঠ থেকে বল নিয়ে একাধিকবার প্রতিপক্ষের রক্ষণভাগ চিড়ে করেছেন গোল। আসলে, নিজের সেরাটা না দিতে পারলে দলের প্রথম একাদশে থাকা যে কার্যত অসম্ভব হয়ে যাবে তা ভালো মতোই বুঝতে পারছেন। সেজন্য দলে নিজের স্থান ধরে রাখতে প্রত্যেক ম্যাচই নিজেকে মেলে ধরতে চান এই অজি ফরোয়ার্ড।