Ukraine War: মৃত্যুপুরী মারিউপোল, ‘রুশ হামলায় দুশোর বেশি শিশু সহ ৫ হাজার নিহত’

ইউক্রেনে রুশ হামলা (Ukraine War) পর শুধু মারিউপোল শহরেই পাঁচ হাজার বাসিন্দা নিহত হয়েছেন। এদের মধ্যে ২১০ জন শিশু। এমন দাবি করছেন শহরটির মেয়র ভাদিম…

short-samachar

ইউক্রেনে রুশ হামলা (Ukraine War) পর শুধু মারিউপোল শহরেই পাঁচ হাজার বাসিন্দা নিহত হয়েছেন। এদের মধ্যে ২১০ জন শিশু। এমন দাবি করছেন শহরটির মেয়র ভাদিম বয়শেঙ্কোর। তাকে উদ্ধৃত করে বিবিস এই খবর জানাচ্ছে।

   

মারিউপোলের বহুতল ভবনগুলোর ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত । এর মধ্যে ৪০ শতাংশ ধ্বংস । সাতটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি হাসপাতাল সম্পূর্ণ ধ্বংস ৫৭টি স্কুল ক্ষতিগ্রস্ত। এর মধ্যে ধ্বংস হয়েছে ২৩টি।

রুশ সংবাদ সংস্থা তাস ও রয়টার্স জানাচ্ছে, ইউক্রেনের একটি প্রতিনিধিদল রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এই আলোচনার আয়োজন করছেন।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ ও প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক।

রাশিয়ার দাবি, ন্যাটোতে যোগদানের যে ইচ্ছা ইউক্রেনের মধ্যে রয়েছে, তা ত্যাগ করতে হবে। যদিও এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এক্ষেত্রে তিনি আপোস করতে ইচ্ছুক।