শনিবার আইএসএল (ISL) কলকাতা ডার্বির আগে এটিকে মোহনবাগান দলের অন্যতম কর্মকর্তা দেবাশিষ দত্ত (Debashis Dutta) মোহনবাগান ক্লাবে আজ সংবাদ মাধ্যমকে ডার্বি সম্পর্কে বিভিন্ন বিষয় কথা বলেন।
প্রথমেই ডার্বির টিকিটের চাহিদা নিয়ে তিনি বলেন, “ডুরান্ডে টিকিটের হাহাকার ছিল। এবারেও টিকিটের হাহাকার রয়েছে তবে একটি সিস্টেমে টিকিট বিক্রি হচ্ছে।”
ডার্বি নিয়ে তিনি বলেন, “ডার্বিতে কখনো পেপ টক হতে পারেনা। সব সময় এটি একটি কঠিন ম্যাচ। দুই দলই জেতার চেষ্টা করবে এবং ভালো খেলবে এবং একটি ভাল ম্যাচ হবে।”
টিকিট বিক্রি নিয়ে তিনি বলেন, “ইস্টবেঙ্গল গ্যালারীর সম্পূর্ন টিকিট আমরা ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেডকে দিয়েছি। টিকিট বিক্রি হয়েছে অনলাইন এবং সল্টলেক স্টেডিয়াম থেকে। মোহনবাগান মাঠ বা ইস্টবেঙ্গল মাঠ দিয়ে টিকিট বিক্রি হয়নি।”
এছাড়াও এই বিষয় তিনি জানিয়েছেন, ” আমি নিজে টিকিট কেটেছি ৩০-৪০ হাজার টাকার। আমারও একটী কোটা আছে আমায় এই টিকিট গুলো কিনতে হয়েছে, বিনামূল্যে দেয়নি।”
সবশেষে দেবাশিষ দত্ত জানান মাঠে আসা সমর্থক হোক বা টেলিভিশনে খেলা দেখা সমর্থক, সকল মোহনবাগান সমর্থকরাই তাঁর কাছে ভিআইপি।