গোকুলামকে আটকে সুপার কাপ শেষ করার চ্যালেঞ্জ মহামেডানের

Southern Samity skip match against Mohammedan SC in CFL 2025 relegation round

গতবারের পর এই মরসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। প্রথমে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি ডায়মন্ড হারবার এফসির মতো দলের কাছে ও আটকে যেতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এমনকি একটা সময় এবারের সুপার কাপে অংশগ্রহণ করা নিয়েও ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল এই ফুটবল দলের। তবে পরবর্তীতে সীমিত শক্তি নিয়েই গোয়া উড়ে আসে মহামেডান।

Also Read |  আল নাসের ম্যাচে ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য বোরহার

   

মূলত তরুণ ব্রিগেডে ভরপুর এই ফুটবল দল নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল সকলের। কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। প্রথম ম্যাচেই দুইটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয় সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসির কাছে। তারপর দ্বিতীয় ম্যাচে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে ও বজায় ছিল সেই ধারাবাহিকতা। যারফলে পয়েন্টের হিসেবে দেখলে অনেক আগেই সুপার কাপের নক আউট থেকে ছিটকে গিয়েছে ব্ল্যাক প্যান্থার্সরা। এবার নিয়মরক্ষার ম্যাচ। আজ বিকেলে গ্ৰুপের শেষ ম্যাচে শক্তিশালী গোকুলাম কেরালা এফসির বিপক্ষে খেলতে নামবে মহামেডান।

Also Read | বেঙ্গালুরু-পাঞ্জাব ম্যাচে বোরহা হেরেরার ‘বিস্ফোরক’ মন্ত্র! 

বাম্বোলিমের এই জিএমসি স্টেডিয়ামে কেরালার দলের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য থাকবে প্রত্যেকের। এই ম্যাচে জয় আসলে নিঃসন্দেহে তা মনোবল বাড়িয়ে দেবে দলের সকল খেলোয়াড়দের। অন্যদিকে, মহামেডান স্পোর্টিংয়ের মতোই টানা দুই ম্যাচে আটকে গেছে গোকুলাম কেরালা। তাই টুর্নামেন্টের অভিযান শেষ করার আগে অন্তত একটা জয় তুলে নেওয়ার লক্ষ্য থাকবে দলের সকলের। গত কয়েকদিন সেইমতো নিজেদের প্রস্তুত করছেন সকল খেলোয়াড়রা। শেষ পর্যন্ত কাদের দখলে থাকে এই ম্যাচ, সেদিকেই নজর থাকবে সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন