আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই, বললেন মায়াবতী

mayawati targets bramhin voters for next assembly election

সদ্য হয়ে যাওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে মায়াবতীকে (Mayawati) সেভাবে ময়দানে নামতে দেখা যায়নি। অনেকেই বলেছিলেন, বোধহয় রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন এই দলিত নেত্রী। কিন্তু বৃহস্পতিবার মায়াবতী জানালেন, আরামের জীবন তাঁর আদৌ পছন্দ নয়। তিনি পরিশ্রম করতে চান, লড়াই চালাতে চান। এজন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকী, প্রধানমন্ত্রী হতে চান।

বুধবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মায়াবতীকে কটাক্ষ করেছিলেন। অখিলেশ বলেছিলেন, বিজেপি দলিত নেত্রী মায়াবতীকে দেশের রাষ্ট্রপতি করতে পারে। মায়াবতীকে রাষ্ট্রপতি করা হবে এই প্রতিশ্রুতি দিয়েই বিজেপি বিধানসভা নির্বাচন থেকে বসপাকে দূরে সরিয়ে রেখেছিল। অখিলেশের সেই মন্তব্যের জবাব দিয়েছেন মায়াবতী। তিনি বলেছেন আমি রাষ্ট্রপতি হতে চাই না। আমি একজন লড়াকু কর্মক্ষম মানুষ। আমি কাজ করতে চাই তাই আমার প্রথম পছন্দ রাজ্যের মুখ্যমন্ত্রী পদ। দেশের প্রধানমন্ত্রী হতেও আমার আপত্তি নেই। পাশাপাশি সপাকে কটাক্ষ করে বলেন, নিজের দক্ষতায় কেউ যদি ক্ষমতা দখল না করতে পারে তার জন্য অন্যের দিকে আঙুল তোলা বুদ্ধিমান মানুষের কাজ নয়।

   

উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় ফেরার পিছনে সমাজবাদী পার্টির হাত আছে বলে মায়াবতী সাফ জানান। তিনি বলেন, সমাজবাদী পার্টি রাজ্যে মুসলিম ও অন্যদের উপর ঘটে যাওয়া নৃশংসতার জন্য দায়ী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন