SSS Scam: দিন শুরুর “সহযোদ্ধা”কে অপসারিত করে মমতাময়ী প্রতিক্রিয়া

 

যত সময় এগোচ্ছে ততই পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে (SSS Scam) পার্থ চট্টোপাধ্যায়ের সমস্যা ক্রমশ বাড়ছে। এদিকে তৃণমূল প্রধান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) মন্ত্রিসভা থেকে সরানোর পর প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেত্রী।

   

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটি মেয়ের (অর্পিতা মুখোপাধ্যায়) কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে । আমি পার্থকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছি কারণ আমার দল খুব কঠোর দল। নাটকটি বিশাল। এখনই বলব না। ‘

এসএসসি দুর্নীতি কেলেঙ্কারিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম এবং গ্রেফতারির পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নীরব ছিলেন। যা নিয়র একাধিক প্রশ্ন তুলছিলেন বিরোধীরা। যদিও সম্প্রতি মমতা বলেছিলেন যে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন দিলেও তাঁর কোনও আপত্তি নেই। শুধু তাই নয়, খোদ তৃণমূলের অন্দর থেকেও পার্থকে অপসরণের দাবি উঠেছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন। যদিও গোটা ঘটনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন