Mamata banerjee:২৬ হাজার চাকরিহারাদের পাশে আছি, বার্তা মমতার

সোমবার ভোটের জোড়া প্রচার রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এইদিন তিনি প্রথম সভা করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এবং তাঁর দ্বিতীয় সভা রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা…

mamata banerjee

সোমবার ভোটের জোড়া প্রচার রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এইদিন তিনি প্রথম সভা করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এবং তাঁর দ্বিতীয় সভা রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কল্পতরু ময়দানে। এইদিন তিনি বোলপুরের সাঁইথিয়ার সভা থেকে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন তিনি। এইদিন তিনি শুরুতেই বললেন, ” বীরভূম, বর্ধমান আমাদের শস্যভাণ্ডার। আপনারা আমাদের শস্য দেন তা-ই দিয়ে আমরা জীবনধারণ করি। আগামী দিনে ডেউচা পাঁচামিতে এক লক্ষ ছেলেমেয়েদের চাকরি হবে। কোনও ঘরে বেকার থাকবে না।” তারপরেই তিনি স্বাস্থ্যবিমা প্রসঙ্গে বলেন, ” বিনা পয়সা শস্য়বিমা আমরা দিই। কেন্দ্রীয় সরকার দেয় না। সারা দেশটাকে লুট করে দিয়েছে মোদী সরকার। আমি বললে দোষ হবে।”

তিনি আরও বলেন যে, ” ‘ন’কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিতে গেলে বছরে ৩২ কোটি টাকা লাগে। এই সব টাকা আমরা দিয়েছি। দু’বছর ধরে একটা টাকাও দেয়নি কেন্দ্র।” এইবার একটু থেমে তিনি বললেন, ” তিন বছর ধরে ১০০ দিনের কাজ করতে দেয় না বাংলাকে। তা সত্ত্বেও আমরা নিজেদের ক্ষমতার জোরে একটা কর্মশ্রী প্রকল্প করছি।” তাঁর মুখে এইদিন ফের শোনা গেল সন্দেশখালি প্রসঙ্গের কথা। সন্দেশখালিতে কী ভাবে প্ল্যান করে মেয়েদের অসন্মান করেছে, দেখেছেন তো? ওরা জানে না, মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়। তাঁদের কাছে আত্মসম্মান, মেয়েদের গরিমা, এটার সম্মান অনেক বেশি। নির্বাচনে জিততে ব্লু প্রিন্ট তৈরি করেছে।”

   

তবে এইদিনের সভায় তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য বক্তব্য হলো চাকরিহারাদের পাশে থাকার বার্তা। সোমবারের সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ”মোদিরা যা বলেছিল, কিচ্ছু করেনি। দু’কোটি ছেলেমেয়েকে চাকরি দেবে বলেছিল, কিন্তু চাকরি তো দেয়নি, উল্টে বেকারের সংখ্যা বেড়েছে। উপরন্তু আমাদের ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি ওরা কোর্টে কেস করে খেয়ে নিয়েছে। আমরা শিক্ষক-শিক্ষিকাদের পাশে আছি।”