Rain: ঝেঁপে বৃষ্টি আসছে এই দুই জেলায়, জারি হল হলুদ সতর্কতা

সপ্তাহের প্রথম কাজের দিন আজ। কর্মসূত্রে অনেকেই বাইরে বেরিয়েছেন। ছাতা নিয়ে বেরিয়েছেন তো? কারণ রাজ্যের দুই জেলায় ঝেঁপে বৃষ্টি (Rain) আসতে চলেছে। তেমনটাই জানিয়েছে আলিপুর…

rain girl

সপ্তাহের প্রথম কাজের দিন আজ। কর্মসূত্রে অনেকেই বাইরে বেরিয়েছেন। ছাতা নিয়ে বেরিয়েছেন তো? কারণ রাজ্যের দুই জেলায় ঝেঁপে বৃষ্টি (Rain) আসতে চলেছে। তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া কেন্দ্র। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, দুপুর ৩ টে ১৫ মিনিট থেকে আগামী দুই-তিন ঘণ্টার মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু অংশে।

এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজ কালবৈশাখীর সম্ভাবনা প্রবল রয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টি হবে নদিয়া এবং মুর্শিদাবাদে। সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে, সেই কারণেই বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কাল, অর্থাৎ মঙ্গলেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভবনা। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস।

   

হাওয়া অফিস থেকে আগেই জানানো হয়েছিল, সোমবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। এর ফলে কিছুটা হলে আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা দিতে পারে। তবে বিকেলের দিক থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানানো হয়েছিল। বিকেল থেকেই রাজ্যের বেশ কতগুলো জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়। প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছিল হাওয়া অফিস।

তাপপ্রবাহে আপাতত ইতি ঘটছে। সোমবার থেকে বুধবার, এই তিন দিনে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বৃষ্টির কারণেই তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারদ। রাজ্যে আর কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।