Know the Risks: নিম-বেগুন খেতে ভালোবাসেন! নিজের অজান্তে ডেকে আনছেন না তো বিপদ

Know the Risks: পুরুষ ও মহিলা উভয়ই নিজেদের স্বাস্থ্যের জন্য নিম-বেগুনের উপকারিতা জানেন। তবে এদের অজান্তেই কিছু বিপদ সন্দেহভাজন হতে পারে। এই প্রতিবেদনে আমরা এই সমস্যার কারণ এবং এর প্রতি সচেতনতার প্রয়োজনতা নিয়ে আলোচনা করব।

vaNeem-Begun dish

Know the Risks: পুরুষ ও মহিলা উভয়ই নিজেদের স্বাস্থ্যের জন্য নিম-বেগুনের উপকারিতা জানেন। তবে এদের অজান্তেই কিছু বিপদ সন্দেহভাজন হতে পারে। এই প্রতিবেদনে আমরা এই সমস্যার কারণ এবং এর প্রতি সচেতনতার প্রয়োজনতা নিয়ে আলোচনা করব।

বসন্তকালে আমাদের চারিপাশে মাথা চারা দিয়ে ওঠে নানা ধরনের রোগ। তার মধ্যে অন্যতম গুটি বসন্ত কিংবা পক্স এবং হামের মতো অসুখ। আর এই দুটির মধ্যে সব থেকে মারাত্মক হলো চিকেন পক্স। তাই বসন্তে রোগের হাত থেকে নিজেদের রক্ষা করতে আমরা সকলেই খেয়ে থাকি নিম পাতা। কাচা নিম পাতা অনেকেই খেতে পারেন না, তার বদলে জায়গা করে নিয়েছে নিয়ম বেগুন।

নিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক যা শরীরের যে কোনো ক্ষত মেরামত করতে এবং ব্যাক্টেরিয়া আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করতে সক্ষম। শুধু তাই নয়, সুগার থেকে শুরু করে উচ্চ রক্তচাপ সব কিছু নিয়ন্ত্রণ করতেই সক্ষম নিম পাতা। অন্যদিকে পেটে কৃমির উপদ্রপ কমাতে সক্ষম নিম।

শরীরের ভেতর ছাড়াও আমাদের ত্বকে অনেক সময় নানা ধরনের ঘা, কিংবা চর্মরোগ দেখা যায়। তাতে যদি নিমর জল দিয়ে স্নান করা যায় তাহলে কিছুদিন মধ্যেই ফল মেলে। অন্যদিকে বর্তমানে অনেক নামিদামি ওষুধ নির্মাণকারী সংস্থা নিম গাছের বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করছে ওষুধ, কারণ তা হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক।

তবে জানেন কি, নিমের মধ্যে রয়েছে এমন কিছু গুণ যা আপনাকে বন্ধা করতে পারে সহজেই। নিমের মধ্যে রয়েছে ইমিউনো মডিউলেটর কোষ যা ভ্রূণ নষ্ট করতে সক্ষম, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তার প্রমাণ অবশ্য মিলেছে। তাছাড়া বাড়িতে গর্ভবতী মহিলা কিংবা পাঁচ বছরের ছোট শিশু থাকেলও নিম পাতা খাওয়াতে বারণ করছেন তারা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে সপ্তাহে দুদিনের বেশি নয় নিম পাতা।