Locket Chatterjee: মুখ্যমন্ত্রী জায়গায় থাকলে সপাটে এক চড় মারতাম: লকেট

“গলার লকেট থেকে পায়ের নূপুর করে ছেড়েছেন” চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিধায়ককে কড়া…

“গলার লকেট থেকে পায়ের নূপুর করে ছেড়েছেন” চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিধায়ককে কড়া জবাব দিলেন হুগলির বিজেরি সাংসদ লকেট চট্টোপাধ্যায়( Locket Chatterjee)। 

তৃণমূল বিধায়কের বক্তব্যের তীব্র সমালোচনা করে লকেট চ্যাটার্জি বলেছেন,”একজন মহিলা সাংসদকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তা আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর দেখা উচিত। আমি মুখ্যমন্ত্রীর জায়গায় থাকলে ওর বাড়িতে গিয়ে ওর স্ত্রীর সামনে সপাটে থাপ্পড় মেরে আসতাম। মহিলারাই এক দিন ওঁকে গাছে বেঁধে পেটাবেন।”

বিধানসভা ভোটে চুঁচুড়া কেন্দ্র থেকে দলের তরফ থেকে প্রার্থী করা হয়েছিল লকেটকে। কিন্তু পরাজিত হন তিনি। এপ্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, “লকেট গলার ছিল। চুঁচুড়ায় আমি ওঁকে পায়ের নূপুর করে ছেড়ে দিয়েছি। উনি আর কারও গলায় উঠবেন না। পায়ের নিচেই থাকবেন।”

লকেটের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন,” যদি এক বাপের বেটি হয়, তা হলে অসীমার সঙ্গে লড়ছে কেন? আমার সঙ্গে লড়ুক। আমার সঙ্গে লড়ে তো ২৫ হাজারে বান্ডিল হয়ে গিয়েছিল।” 

চুপ থাকেননি লকেট, পাল্টা তোপ দাগতে পিছু ছাড়েননি লকেট চট্টোপাধ্যায়। ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “প্রাচীন কালের গল্পে-ইতিহাসে পড়েছি, পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের পণ্য হিসেবে দেখা হত। বাইজি প্রথাও দেখেছি। মহিলাদের সঙ্গে যা ইচ্ছে, তা-ই করা হত। খুন করে ফেলে দেওয়া হত নদীর জলে। মহিলাদেরকে পণ্য হিসাবে দেখা হত। এখন সেরকমই রয়েছে। “

এদিকে তৃণমূল বিধায়ক দাবি করেছেন তিনি এভাবে বলতে চাননি, তাঁর বক্তব্য বিকৃত করা হচ্ছে। তাঁর কথায়,” ধাপ্পাবাজি করে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে গলার লকেট হয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটে মানুষ বিজেপির তথার লকেটর সেই ধাপ্পা বুঝে গিয়েছেন।” 

তৃণমূল বিধায়কের এহেন বিতর্কিত মন্তব্য যদিও নতুন কিছু নয়। প্রথম সুদীপ ভট্টাচার্য ও তাপস রায়ের বাকযুদ্ধ, এরপরই লকেট চট্টোপাধ্যায় ও অসিত মজুমদারদের মতো হেভিওয়েট রাজনীতিবিদদের বাকযুদ্ধে কার্যিত সরগরম রাজ্য রাজনীতি।