Bangladesh: বিতর্কের মুখে নরম ঢাকার পুলিশ, কবীর সুমনের অনুষ্ঠানে অনুমতি

ভারতীয়-বাঙালি সঙ্গীত শিল্পী কবীর সুমনের (Kabir Suman) অনুষ্ঠানের অনুমতি প্রাথমিকভাবে বাতিল করলেও সামাজিক মাধ্যমের প্রবল বিতর্ক ঝড়ের মুখে অবশেষে নরম হলো ঢাকা মহানগর পুলিশ (Dhaka…

ভারতীয়-বাঙালি সঙ্গীত শিল্পী কবীর সুমনের (Kabir Suman) অনুষ্ঠানের অনুমতি প্রাথমিকভাবে বাতিল করলেও সামাজিক মাধ্যমের প্রবল বিতর্ক ঝড়ের মুখে অবশেষে নরম হলো ঢাকা মহানগর পুলিশ (Dhaka Metropolitan Police)। বাংলাদেশে (Bangladesh) সুমনের গানের অনুষ্ঠানে দিল অনুমতি। তবে স্থান পরিবর্তন হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ জানাচ্ছে, জাতীয় জাদুঘরের বদলে ঢাকারই কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হবে সংগীতশিল্পী কবির সুমনের গানের অনুষ্ঠান।

   
  • নব্বইয়ের দশকের শেষ ভাগে মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে বাংলাদেশে এসে গান করেছিলেন কবীর সুমন।
  • টিকিট বিক্রির পুরো অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে দিয়েছিলেন।

এর আগে ঢাকার পুলিশ কমিশনার মহম্মদ শফিকুল ইসলাম জানান, জাতীয় জাদুঘর একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা। এর ভেতর এই ধরনের কোন়ো অনুষ্ঠান করার সুযোগ নেই। শিল্পীদের অনেক ক্রেজ থাকে। যে পরিমাণ টিকিট বিক্রি করেছে তার চেয়ে যদি অনেক বেশি লোক চলে আসে এবং বাইচান্স ভাঙচুর শুরু করে, তখন তো সমস্ত দোষ পুলিশের ওপর এসে পড়বে। তখন প্রশ্ন আসবে ‘কেন অনুমতি দিলো’।

বাংলাদেশের সামাজিক গণমাধ্যমে প্রশ্ন তুলে বলা হচ্ছে, ভারতের বিজেপি সরকারকে খুশি করতেই কবীর সুমনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভিড় হবে জেনেও কেন আগে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি। কবীর সুমন প্রবল বিজেপি বিরোধী। তাই বাংলাদেশের আওয়ামী লীগের সরকার ঝু়ঁকি নিতে চায়নি। কবীর সুমনের গানের অনুষ্ঠান বাতিল করা হয় ভিড়ের কারণ দেখিয়ে।

ভারতের প্রাক্তন সাংসদ কবীর সুমন। তিনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃ়ণমূল কংগ্রেসের হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তবে এখন তিনি কোনওরকম রাজনৈতিক কর্মসূচিতে থাকেন না। তবে প্রবল বিজেপি বিরোধিতায় সরব থাকেন।