গোয়াতে আক্রান্ত দাবি করে TMC ছুটল কমিশনে

ত্রিপুরার মত গোয়াতে ও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। নির্বাচনী প্রচার করতে বেরিয়ে প্রতি পদে পদে তাঁদের বাধার সম্মুখীন হচ্ছে। বৃহস্পতিবার দিল্লিতে…

mamata

ত্রিপুরার মত গোয়াতে ও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। নির্বাচনী প্রচার করতে বেরিয়ে প্রতি পদে পদে তাঁদের বাধার সম্মুখীন হচ্ছে। বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। কমিশনের কাছে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গোয়ায় তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু গোয়ায় সেই পরিবেশটাই নেই। বিজেপির ইঙ্গিতে তৃণমূল প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই ৪০ সদস্যের বিধানসভা নির্বাচনে তিন দফায় নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পেশের কাজ। তৃণমূলের দাবি, গোয়ায় যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তারা অন্য দলগুলির থেকে অনেক ভাল ফল করবে। বৃহস্পতিবার সৌগত রায় অপরুপা পোদ্দার, আবির বিশ্বাস এবং শান্তনু সেন এই চার তৃণমূল সাংসদ নির্বাচন কমিশনের কাছে তাঁদের অভিযোগ জানান। এই প্রথম গোয়ার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল।

আরও পড়ুন: বিহারে চাকরি বিক্ষোভের জেরে আটক Khan Sir

উল্লেখ্য, ২১ জানুয়ারি রাতে পানাজিতে তৃণমূল পাটি অফিসে হানা দিয়েছিল নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল। দলীয় অফিসের সামনে থাকা হোডিং কমিশনের প্রতিনিধিরা খুলে দিয়েছিলেন। এ বিষয়টিও আজ তৃণমূল প্রতিনিধি দল কমিশনকে জানিয়েছে।

কমিশনের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে সৌগত রায় জানান, তাঁরা তাদের যাবতীয় বক্তব্য কমিশনকে জানিয়েছেন। কমিশনের সদস্যরা তাদের কথা শুনেছেন এবং বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা চাই, গোয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। অকারণে কেন আমাদের আক্রমণ করা হচ্ছে তা বোধগম্য হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি ছেটান হয়েছে। গোয়ায় দলের দায়িত্বপ্রাপ্ত নেতা সৌরভ চক্রবর্তীর গাড়ি আটকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধু তৃণমূলের সঙ্গেই এরা করা হচ্ছে। কিন্তু আমরা জানতে চাই কেন এটা করা হচ্ছে।