HomeUncategorizedKukur Tihar: মানুষের প্রথম বন্ধু কুকুরকে পুজো করেই 'তিহার' চলছে নেপালে

Kukur Tihar: মানুষের প্রথম বন্ধু কুকুরকে পুজো করেই ‘তিহার’ চলছে নেপালে

- Advertisement -

তিহার (Tihar) অর্থাৎ তেউহার এর বাংলা অর্থ হয় উৎসব। নেপালে (Nepal) চলছে সেই তিহার। দীপাবলি (Diwali) উৎসবের আবহে কুকুর তিহার (Kukur Tihar) চলছে। নেপালি জনগণ ও দেশটির সেনাবহিনীর তরফে কুকুর পুজো উপলক্ষে ছুটি। 

মানুষের প্রথম বন্ধু কুকুর। সুপ্রাচীন এই ধারণা থেকেই নেপালবাসী কুকুর পুজো করেন। চারপেয়ে প্রাণীটিকে ভাই-বোন বলে তারা সাজিয়ে দেন।

   

The Kathmandu Post জানাচ্ছে, রাজধানী কাঠমাণ্ডু সহ সর্বত্র চলছে কুকুর তিহার। শুধু নেপালেই নয় বরং নেপালি জাতি বিশ্বে যেসব দেশে ছড়িয়ে আছে তারাও কুকুর তিহার পালন করছেন।

নেপালি বংশোদ্ভূতরা সর্বাধিক ছড়িয়ে আছেন প্রতিবেশি দেশ ভারতে। তাঁরাও কুকুর তিহার পালন করছেন। নেপাল সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং ও ভারতের অন্যান্য রাজ্যেও চলেছে কুকুর তিহার।

The Himalayan Times জানাচ্ছে, নেপালি আর্মি ও পুলিশের তরফে তাদের কুকুর বাহিনীর বিশেষ কুচকাওয়াজ হয়। রীতি মেনে কুকুর বাহিনীর তরফে দেওয়া হয় স্যালুট। কুকুর পুজো হয় আনুষ্ঠানিকভাবে।

My Republica জানাচ্ছে, কুকুর তিহার, কাগ তিহার, গাই তিহার পালিত হয় নেপালে। সবশেষে হয় ভাইদুজ বা ভাইফোঁটা। পথের কুকুর, ঘরের কুকুর সবাইকে খাইয়ে পুজো করাই রীতি নেপালবাসীর।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular