Indian Railways: এক টিকিটেই ভারত ভ্রমন, নতুন পদক্ষেপ ভারতীয় রেলের

ভারতে দূরপাল্লার যাত্রার জন্য এটা বিশাল বড় অংশের মানুষের প্রথম পছন্দ ট্রেনযাত্রা। পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, দেশের সব প্রান্তই জুড়ে…

Train Hostesses

ভারতে দূরপাল্লার যাত্রার জন্য এটা বিশাল বড় অংশের মানুষের প্রথম পছন্দ ট্রেনযাত্রা। পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, দেশের সব প্রান্তই জুড়ে রয়েছে ভারতীয় রেলের( Indian Railways) দৌলতে। যাত্রীদের সুবিধার্থে নতুন পদক্ষেপ ভারতীয় রেলের। বারবার টিকিট কাটার ঝামেলা থেকে মুক্তি দিতে সার্কুলার জার্নি টিকিট হল ভারতীয় রেলের তরফ থেকে।

অনেক ক্ষেত্রে দেখা যায় কোন ট্রিপ বা তীর্থযাত্রার ক্ষেত্রে যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যান। ধরুন কেউ হয়তো হাওড়া থেকে পুনে,পুনে থেকে দিল্লি যেতে চায়, সেক্ষেত্রে তাকে প্রত্যেকটি গন্তব্যের জন্য বারংবার টিকিট কাটতে হয়। এই ঝামেলা থেকে যাত্রীদের মুক্তি দিতে সার্কুলার জার্নি টিকিট আনা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। এই টিকিটের দ্বারা আপনি সর্বোচ্চ আটটি জায়গায় ওই টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবেন আলাদা জায়গার জন্য আলাদা করে আর কোনো টিকিট কাটতে হবে না।

তীর্থযাত্রী, পুণ্যার্থী ও পর্যটকদের সুবিধার্থে এই সার্কুলার জার্নি টিকিটের ব্যবস্থা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এই টিকিটের সময় বিশেষ ছাড় থাকে। এই টিকিটের দৌলাতে একজন যাত্রী আটটি জায়গায় ভ্রমণ করতে পারেন। সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন জায়গার জন্য ভিন্ন টিকিটের প্রয়োজন পড়বে না। স্লিপার ক্লাস থেকে ফার্স্ট ক্লাস সমর্থক শ্রেণীতে এই টিকিটের সুবিধা রয়েছে। এক্ষেত্রে কোন প্রার্থী যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেটাই হতে হবে তার শেষ গন্তব্যস্থল। এক্ষেত্রে যাত্রীর পুরো যাত্রার ন্যূনতম দূরত্ব ১০০০ কিলোমিটার হতে হবে।

সার্কুলার জার্নি টিকিটের ভাড়া তুলনামূলকভাবে অন্যান্য টিকিটের থেকে কম। প্রবীণ পুরুষ নাগরিকদের জন্য ৪০ শতাংশ এবং প্রবীণ মহিলা নাগরিকদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত ছাড় মেলে এই টিকিটে। আইআরসিটিসি ওয়েবসাইট থেকে সহজেই কাটতে পারবেন এই সার্কুলার জার্নি টিকিট।