২১ জুলাই উলুবেড়িয়ায় জনসভার কী গুরুত্ব? আদালতে প্রশ্নের মুখে BJP

আসন্ন ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সভার পাল্টা উলুবেড়িয়ায় জনসভার ডাক দিয়েছে বিজেপি। থাকবেন শুভেন্দু অধিকারী। তবে বিরোধী দল বিজেপির অভিযোগ, সভার জন্য অনুমতি মিলছে না।…

Suvendu Adhikari

আসন্ন ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সভার পাল্টা উলুবেড়িয়ায় জনসভার ডাক দিয়েছে বিজেপি। থাকবেন শুভেন্দু অধিকারী। তবে বিরোধী দল বিজেপির অভিযোগ, সভার জন্য অনুমতি মিলছে না। অনুমতি আদায়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। আদালতের তরফে প্রশ্ন করা হয়, কেন ওই দিনেই সভা করতে হবে? কিন্তু বিজেপির তরফে কোনও উত্তর মেলেনি।

বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানতে চান, ২১ জুলাই সভার কী গুরুত্ব রয়েছে? ওই দিনেই কেন সভা? বিজেপির আইনজীবীর তরফে বলা হয়, অনেক আগে ঘোষণা ছিল এই কর্মসূচি। প্রধানমন্ত্রী উন্নয়নমূলক কাজ তুলে ধরতেই এই কর্মসূচি। এরপরেই বিচারপতি বলেন, ওই দিনেই কেন? কেন ২২ অথবা ২৩ নয় কেন? প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে যে দিন খুশি প্রচার করা যায়। ওই দিনেই কেন?

হজরত মহম্মদকে নিয়ে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার মন্তব্যের জেরে হিংসাত্মক প্রতিবাদে বিচ্ছিন্ন হয়েছিল হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলা সহ একাধিক এলাকা। পুলিশের ওপর হামলা হয়। বিজেপির দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদেই কর্মসূচি স্থির করা হয়েছে বিজেপির তরফে। উলুবেড়িয়ার রাধানগরের ময়দানে হবে এই কর্মসূচি।

সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির জনসভা ঘিরে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা। বিজেপি সূত্রে খবর, পুলিশের কাছে কর্মসূচি পালনের আবেদন করা হলেও বাতিল করেছে মাঠ কর্তৃপক্ষ। কিন্তু কর্মসূচি পালনে নাছোড়বান্দা বিজেপি।