Bangladesh: ভুয়ো করোনা রিপোর্টে বহু মানুষকে বিপদে ফেলা ডা: সাবরিনার জেল

বিশ্ব তখন করোনার ভয়ে কুঁকড়ে ছিল। কে পজিটিভ আর কে নেগেটিভ এই প্রশ্ন সর্বত্র। ভয়াবহ করোনা সংক্রমণের সময় অর্থাৎ ২০২০ সালে কোটি কোটি টাকার ভুয়ো…

বিশ্ব তখন করোনার ভয়ে কুঁকড়ে ছিল। কে পজিটিভ আর কে নেগেটিভ এই প্রশ্ন সর্বত্র। ভয়াবহ করোনা সংক্রমণের সময় অর্থাৎ ২০২০ সালে কোটি কোটি টাকার ভুয়ো রিপোর্ট বানিয়ে ধরা পড়া বাংলাদেশের (Bangladesh) চিকিৎসক সাবরিনা চৌধুরী সহ ৮ জনের জেলের সাজা দিল ঢাকা মহানগর মু়খ্য আদালত।

অভিযোগ, ডা: সাবরিনার ছলাকলায় বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রকের অন্দরমহল থেকে করোনা পরীক্ষার জন্য অনুমতি আদায় করে জেকেজি হেলথ কেয়ার। ঢাকার এই বেসরকারি প্রতিষ্ঠানটি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার রিপোর্ট দিতে থাকে। আরও অভিযোগ, যে কেউ এই রিপোর্ট টাকার বিনিময়ে নেগেটিভ করাতে পারতেন। তিনি করোনা সংক্রমিত হলেও নেগেটিভ রিপোর্ট দিত ডা সাবরিনা ও তার সাগরেদরা।

   

বিষয়টি জানাজানি হতেই বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়ায়। বাংলাদেশ সরকারের উপর চাপ বাড়ে। তড়িঘড়ি তদন্তে নামে ঢাকা মহানগর পুলিশ। পলাতক ডা সাবরিনা কে পরে গ্রেফতার করা হয়।

সেই করোনাভাইরাসের ভুয়ো টেস্ট ও টাকার বিনিময়ে সনদ দেওয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী, তার স্বামী একই প্রতিষ্ঠানের সিইও আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে ১১ বছরের কারাদণ্ড দিল আদালত।