জানুন, ফোন চার্জিংয়ের সঠিক নিয়ম-কানুন

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন ছাড়া একটা মুহূর্ত চলাও অসম্ভব। ফলস্বরূপ এখন আমরা সকলেই নিজে সুস্থ থাকার পাশাপাশি স্মার্টফোনেরও দীর্ঘায়ু কামনা করি, কারণ এটিই এখন আমাদের…

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন ছাড়া একটা মুহূর্ত চলাও অসম্ভব। ফলস্বরূপ এখন আমরা সকলেই নিজে সুস্থ থাকার পাশাপাশি স্মার্টফোনেরও দীর্ঘায়ু কামনা করি, কারণ এটিই এখন আমাদের সবসময়ের সঙ্গী তথা প্রিয় বন্ধু। কিন্তু আমরা নিজেদের অজান্তেই অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যার ফলে ফোনের ব্যাটারির (charging) ওপর ব্যাপক চাপ পড়ে, ফলে সেটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

তাহলে চলুন, স্মার্টফোনের ব্যাটারিকে ভালো রাখতে গেলে কোন কোন কাজগুলি করা উচিত নয়, সে সম্পর্কে কয়েকটি কথা জেনে নেওয়া যাক।

১) সারারাত ধরে স্মার্টফোন চার্জে বসিয়ে রাখবেন না

সারাদিন কাজকর্মের পর অধিকাংশ লোকই রাতে শুতে যাওয়ার আগে ফোন চার্জে বসিয়ে দেন। কিন্তু এর ফলে ফোনটি ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও অ্যাডাপ্টারের সাথে সংযুক্ত থাকে। ফলস্বরূপ ধীরে ধীরে ব্যাটারির ওপর চাপ পড়ে এবং সেটির ক্ষতি হতে থাকে।

২) যখন-তখন ফোনে চার্জ দেবেন না

ফোন কখন চার্জে দেবেন সেটার ওপরেও কিন্তু ব্যাটারির দীর্ঘায়ু অনেকটাই নির্ভর করে। অনেকেই যখন-তখন ফোনে চার্জ দেন; কেউ কেউ কিছুটা চার্জ শেষ হওয়ার পর অর্ধেক চার্জ থাকা অবস্থাতেই ফোন চার্জে বসিয়ে দেন, আবার অনেকেই ফোনের ব্যাটারি একদম শূন্যে পৌঁছোলে তবেই তাতে চার্জ দেন। কিন্তু এই কাজগুলি করা একেবারেই অনুচিত।

৩) ব্যাকগ্রাউন্ডে অযথা চলতে থাকা অ্যাপগুলিকে টার্ন অফ করতে ভুলবেন না

এখনকার দিনে স্মার্টফোনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল বিভিন্ন অ্যাপ। কিন্তু অ্যাপগুলি ব্যবহার করা হয়ে গেলে ফোনের স্ক্রিন লক করে দেওয়ার পরেও অনেকেই সেগুলিকে ক্লিয়ার করতে ভুলে যান। ফলত সেগুলি ব্যাকগ্রাউন্ডে ইউজারের অজান্তেই চলতে থাকে এবং অযথা ফোনের ব্যাটারি ক্ষয় করে, যার ফলে ব্যাটারির দীর্ঘায়ুর ওপর বিরূপ প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা থাকে।

৪) চার্জিংয়ের সময় স্মার্টফোন ব্যবহার করবেন না

এমন অনেকেই আছেন যারা ফোন চার্জে বসিয়েও সেটিকে অনর্গল ব্যবহার করে যেতে থাকেন। কিন্তু জেনে রাখুন, চার্জে থাকাকালীন ফোন ব্যবহার করলে ব্যাটারির ওপর ব্যাপক চাপ পড়ে, ফলে খুব স্বাভাবিকভাবেই ফোনের চার্জ হতে সময় বেশি লাগে, এমনকি ফোন তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়।

৫) অযথা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করবেন না

মার্কেটে এমন অনেক চার্জার পাওয়া যায় যেগুলি ব্যবহার করলে দেখা যায় যে স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে। আপাতদৃষ্টিতে এই চার্জারগুলি ব্যবহার করা লাভজনক বলে মনে হলেও সবসময় মনে রাখবেন যে, প্রতিটি ফোনের ব্যাটারির একটি নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, এবং সেই ক্যাপাসিটি অনুযায়ী ওই স্মার্টফোনটির সাথে উপযুক্ত চার্জারটি প্রোভাইড করা হয়।