Russia Ukraine: রুশি আগ্রাসনে আমেরিকার সঙ্গে হাত মেলাতে চলেছে জাপান

রাশিয়ার (Russia Ukraine) সম্প্রতিতম পদক্ষেপে আন্তর্জাতিক মহলে নতুন করে বেড়েছে উত্তেজনা। বিষয়টি ভালো চোখে দেখছে না জাপান। আন্তর্জতিক সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, আমেরিকার সঙ্গে…

রাশিয়ার (Russia Ukraine) সম্প্রতিতম পদক্ষেপে আন্তর্জাতিক মহলে নতুন করে বেড়েছে উত্তেজনা। বিষয়টি ভালো চোখে দেখছে না জাপান। আন্তর্জতিক সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, আমেরিকার সঙ্গে হাত মেলাতে চলেছে জাপান। 

Advertisements

ইউক্রেনের ওপর নতুন করে চাপ বাড়িয়েছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র আগেই ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ছিল। এবার জাপানও ঝুঁকল আমেরিকার দিকে। মঙ্গলবার টোকিওর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আমেরিকা তথা জি ৭ এর দেখানো পথে যেতে আগ্রহী। 

   

সোমবার রাশিয়ান সরকার ইউক্রেনের দু’টি প্রদেশকে স্বাধীন রাজ্যের তকমা দিয়েছে। পূর্ব ইউক্রেনে রাশিয়ান সেনার আগ্রাসন উঠে এসেছে সংবাদ শিরোনামে। 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, ‘রাশিয়ার এই আগ্রাসন মেনে নেওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক নিয়ম বিরুদ্ধে এই পদক্ষেপ।’ মস্কোর বিরুদ্ধে টোকিও বাণিজ্যিকভাবে কিছু নিষেধাজ্ঞা লাগু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার দিন শেষে একই পথে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল হোয়াইট হাউসের তরফে। ২০১৪ সালে রাশিয়া যখন ক্রিমিয়া দখল করেছিল, তখনও তাতে সায় ছিল না জাপানের।