কেন্দ্র শীঘ্রই সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ করবে

সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ বাস্তবায়িত করা থেকে পিছু হটছে না নরেন্দ্র মোদী সরকার। করোনা নির্মূল হলেই বাস্তবায়িত করা হবে সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ বাস্তবায়িত করা থেকে পিছু হটছে না নরেন্দ্র মোদী সরকার। করোনা নির্মূল হলেই বাস্তবায়িত করা হবে সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রের এই পরিকল্পনার কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, সিএএ থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই। করোনা থেকে মুক্তি পাওয়ার পরই এই আইন বাস্তবায়িত করতে উদ্যোগী হবে কেন্দ্র। উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম থেকেই এ বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা এই আইন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে পথে নেমেছে। বিরোধীদের অভিযোগ, এই আইন বাস্তবায়িত করে মোদি সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে। অন্যদিকে মোদি সরকারের পাল্টা দাবি বিরোধীদের যাবতীয় অভিযোগ একেবারেই ভিত্তিহীন। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন তৈরি হয়নি। বরং ছয়টি সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন আনা হয়েছে।

তবে কেন্দ্রের এই বক্তব্যে বিরোধীরা আদৌ সন্তুষ্ট নয়। তাই এই আইন বাস্তবায়িত করতে গেলে বিরোধীরা যে রে রে করে তেড়ে আসবে সেটা সরকারপক্ষ ভালই জানে। এই পরিস্থিতিতে সিএএ নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট করে জানিয়ে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী। শাহ স্পষ্ট জানান, করোনার কারণে সিএএ বাস্তবায়িত করার কাজ আটকে রয়েছে। কিন্তু মহামারীর প্রকোপ মিটলেই সরকার এই বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ করবে।