ISL : মোহনবাগান এবং আইএসএল-কে অপমান করা কোচ পাচ্ছেন বড় দায়িত্ব

এএফসি কাপের ম্যাচে এটিকে মোহন বাগানকে হারিয়ে নিজেকে সপ্তম স্বর্গে বসিয়েছিলেন গোকুলাম কেরালা ব্লাস্টার্সের কোচ। ভিনসেনজো আলাবার্ত বলেছিলেন, ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দলের তুলনায় আই…

vincenzo alabert

এএফসি কাপের ম্যাচে এটিকে মোহন বাগানকে হারিয়ে নিজেকে সপ্তম স্বর্গে বসিয়েছিলেন গোকুলাম কেরালা ব্লাস্টার্সের কোচ। ভিনসেনজো আলাবার্ত বলেছিলেন, ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দলের তুলনায় আই লিগের দল কোনো অংশে কম যায় না। এমনকি এটিকে মোহন বাগানকে রিয়াল কাশ্মীরের সঙ্গে তুলনা করতেও তিনি ছাড়েননি। সেই ভিনসেনজো এবার আইএসএল দলের দায়িত্ব পেতে পারেন।

ফুটবল মহলে গুঞ্জন, সব কিছু ঠিক থাকলে নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ হিসেবে ভিনসেনজো আলাবার্তকে নিয়োগ করা হতে পারে। ইতালিয়ান এই কোচের প্রোফাইল বেশ ভালো। জুনিয়র ছেলেদের নিয়ে সাফল্য রয়েছে তাঁর। গত কয়েক মরসুম ধরে কোচ সমস্যা ভুগিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডকে। বিশেষ করে এ বছর শেষ হওয়া আইএসএলে।

খালিদ জামিলকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। প্রত্যাশিত সাফল্য পায়নি ক্লাব। প্রতিযোগিতার শেষের দিকে খালিদ নিজেও অসন্তোষ প্রকাশ করেছিলেন। সাংবাদিক সম্মেলনে করেছিলেন বিস্ফোরক মন্তব্য। দলের অন্দরের পরিস্থিতি নাকি তাঁকে বিব্রত করেছিল। প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সের ওপর। অতীতকে পিছনে ফেলে নতুন করে দল সাজাতে চাইছে নর্থ ইস্ট।