চলতি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচে ATK মোহনবাগান ২-০ গোলে জিতলো চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে। হাইপ্রেসার গেমের এই ফলাফল উল্টো হতেও পারতো। কিন্তু ইস্টবেঙ্গল এফসির গোলকিপার কমলজিৎ’র সেকেন্ডের ভুল সিদ্ধান্তে সমস্ত আবেগের জলাঞ্জলি ঘটল।
ম্যাচের বয়স তখন ৫৬ মিনিট।ATKমোহনবাগানের ফুটবলার হুগো বাউমাসের আপাত নিরীহ একটা গোলমুখী শট দেখে লাল হলুদ গোলকিপার কমলজিৎ ডানদিকের বারপোস্টের দিকে ঝাপিয়ে পড়ে।
অত্যন্ত হাল্কাভাবে কমলজিৎ ওই বলকে আটকানোর চেষ্টা করে।আর এতেই আপাত নিরীহ বাউমাসের ওই শট হঠাৎ করে বিষাক্ত হয়ে ওঠে,অর্থাৎ ওই শট কমলজিৎ’র শরীরের এক্কেবারে সামনে এসে হুঠ করে বাউন্স নেয় সঙ্গে লাল হলুদ গোলকিপার কমলজিৎ’র হাতের গ্লাভস স্পর্শ করে একটা সাংঘাতিক গতি পেয়ে মুহুর্তে ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে যায়।
আর ৫৬ মিনিটে ATKমোহনবাগানের ওই গোল সঙ্গে হুগো বাউমাসের কাছেও ওই গোল পাওয়া অনেকটাই অপ্রত্যাশিত হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে স্কোরিং লিড গোটা সবুজ মেরুন ব্রিগেডকে তাতিয়ে তোলে।
বাউমাসের গোল লাল হলুদ ফুটবলারদের মানসিকতায় জোরালো ধাক্কা দিয়ে বসে। চলতি ISL’ টুর্নামেন্টের শনিবারের ডার্বি ম্যাচের টানিং পয়েন্ট হয়ে যায় কমলজিৎ’র ক্ষণিকের ভুল সিদ্ধান্ত হুগো বাউমাসের শট আটকাতে গিয়ে।ইস্টবেঙ্গল এফসি গোলকিপার এদিন তিন কাঠির নীচে যে ভুলটা করেছে তা একজন শিক্ষানবিশ গোলকিপার করে থাকে। কিন্তু হাইপ্রেসার গেম খেলতে নেমে পাঞ্জাব পুত্র কমলজিৎ এদিন যে পারফরম্যান্স দেখাল চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের খেলোয়াড় হুগো বাউমাসের শট আটকাতে গিয়ে তা দেখে উল্টে একজন শিক্ষানবিশ গোলকিপারও ফিক করে হেসে উঠবে।