Ukraine War: গৃহহীনদের জন্য মন্দির খুলে দিল ইসকন, চলছে আহতদের শুশ্রূষাও

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে রুশ সেনা। তবে ইউক্রেনীয় সেনাও কোনওভাবেই পিছু হটতে রাজি নয়। তাই উভয়পক্ষের মধ্যে চলছে অবিরাম…

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে রুশ সেনা। তবে ইউক্রেনীয় সেনাও কোনওভাবেই পিছু হটতে রাজি নয়। তাই উভয়পক্ষের মধ্যে চলছে অবিরাম গুলিবর্ষণ। রাশিয়া মুহুর্মুহু বোমা বলছে খারকিভে। রুশ বোমা ও মিসাইল হামলায় বহু মানুষ জখম হয়েছেন। বহু মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়ে নিরাশ্রয় হয়েছেন। এইসব নিরাশ্রয় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দরজা খুলে দিল ইউক্রেনের ইসকন মন্দির কর্তৃপক্ষ।

ইউক্রেনে ইসকনের ৫৪টিরও বেশি মন্দির আছে প্রতিটি মন্দিরই নিরাশ্রয় ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের থাকার জন্য খুলে দেওয়া হয়েছে। ইসকন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত মন্দিরগুলির উপর কোনওরকম হামলা হয়নি। তাই যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের মন্দিরে আশ্রয় দেওয়া হয়েছে। ভক্তরাই আহতদের সেবা শুশ্রূষা করছেন। এই কঠিন সময়ে ইসকনের ভক্তরা নিজেদের জীবন উপেক্ষা করে আহত ও গৃহহীন মানুষকে বাঁচাতে এগিয়ে এসেছেন।

উল্লেখ্য, এর আগেও ইসকনের ভক্তরা এভাবেই দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। চেচনিয়া যুদ্ধের সময়ও ইসকনের এই সেবাকাজ আন্তর্জাতিক মহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। চেচনিয়া যুদ্ধের সময় বৃদ্ধ মানুষ বিশেষ করে যাঁরা বিভিন্ন বহুতলে আটকে ছিলেন তাঁদের দেখভাল করার জন্য এগিয়ে এসেছিল ইসকনের ভক্তরা। এমনকী, যুদ্ধের সময় সেবা করতে গিয়ে বেশ কিছু ভক্ত প্রাণও হারিয়েছিলেন।

এবারও যুদ্ধ শুরু হওয়ার পর ফের তৎপর হয়ে উঠেছে ইসকন মন্দির কর্তৃপক্ষ ও তার ভক্তরা। যুদ্ধে আহত বহু সাধারণ মানুষকে রীতিমত তাদের ওষুধ ও পথ্য দিয়ে সেবা যত্ন করছে। পাশাপাশি বোমা হামলায় যারা ঘরবাড়ি খুইয়েছেন তাদের আশ্রয় দিয়েছেন ভক্তরা। জোগাচ্ছেন খাবার। কিয়েভের ইসকন মন্দিরের অন্যতম ভক্ত রাজু গোপাল দাস জানিয়েছেন, এখনও পর্যন্ত ভক্তরা সবাই ভাল আছেন। ভক্তরাই যুদ্ধে আহত ও গৃহহীনদের সব ধরনের সেবা করছেন। রাশিয়া যেভাবে একতরফাভাবে যুদ্ধ ঘোষণা করেছে তাতে সবাই মস্কোর উপর বিরক্ত এবং ক্ষুব্ধ।