ISIS Attack: আইএস হামলায় রক্তাক্ত বিদ্যালয়, ২ ডজনের বেশি পড়ুয়া খুন

সাম্প্রতিক সময়ে ভয়াবহ জঙ্গি হামলা চালালো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। বহু পড়ুয়াকে খুন করেছে জঙ্গিরা। হামলায় (ISIS Attack) রক্তাক্ত শিক্ষাঙ্গন। জঙ্গিরা খুন করেছে দু’ডজনের বেশি পড়ুয়াকে। সারি সারি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisements

জঙ্গি হামলায় রক্তাক্ত আফ্রিকা। উগান্ডায় হামলা চালিয়ে আইএস জঙ্গিরা গণহত্যা সংঘটিত করল। বিবিসি জানাচ্ছে, পশ্চিম উগান্ডার স্কুলে ইসলামিক স্টেটের হামলায় জঙ্গিরা জড়িত। অম্তত ২৫ জন নিহত, বেশ কয়েকজনকে অপহরণ করা হয়েছে।

   

রয়টার্স জানাচ্ছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা  গণপ্রজাতন্ত্রী কঙ্গোর সীমান্তের কাছে একটি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। দেশটিকে প্রতিরক্ষা মুখপাত্র ফেলিক্স কুলাইগিয়ে টুইটারে বলেছেন, “আমাদের বাহিনী অপহৃতদের উদ্ধার করতে এবং এই দলটিকে ধ্বংস করার জন্য শত্রুদের তাড়া করছে।

Advertisements

আল জাজিরা জানাচ্ছে, হামলাকারীরা অপহরণ করেছে এমন মোট সংখ্যা কঙ্গোর কর্তৃপক্ষ ঘোষণা করেনি। স্কুল থেকে  ২৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বেভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে আটজন জখম। নিহতদের মধ্যে কতজন ছাত্রী তা জানায়নি পুলিশ।