স্ক্রুটিনি পর্বে ভাঙড়ে ভিন্ন ছবি, ড্রোন‌ ওড়াল পুলিশ

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে রণক্ষেত্র ছিল ভাঙড়। প্রাণহানি, গাড়ি-দোকানে অগ্নিসংযোগ, বিডিও কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনাও ঘটে। অভিযোগ ওঠে, অশান্তি সত্ত্বেও পুলিশ কার্যত নীরব দর্শকের…

drone attack

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে রণক্ষেত্র ছিল ভাঙড়। প্রাণহানি, গাড়ি-দোকানে অগ্নিসংযোগ, বিডিও কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনাও ঘটে।

অভিযোগ ওঠে, অশান্তি সত্ত্বেও পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে । স্ক্রুটিনি পর্বে ভাঙড়ে ভিন্ন ছবি, ড্রোন ওড়াল পুলিশ।

বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার কার্যত যুদ্ধক্ষেত্রের রূপ নেয়। দফায় দফায় বোমাবাজি, অগ্নি সংযোগের মতো ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

অশান্তির আতঙ্ক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ভাঙড়। শনিবারও থমথমে গোটা এলাকা।

তার মাঝে সময়মতো ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিওর কার্যালয়ে মনোনয়ন স্ক্রুটিনির কাজ চলছে। উপস্থিত হন প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা।

উল্লেখ্য, বিডিও কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। জমায়েত যাতে কেউ না করে, সেদিকে নজরদারি রাখা হয়েছে। পুলিশের তরফে চলছে মাইকিং। নামানো হয়েছে ব়্যাফ।

কোথাও অবৈধ জমায়েত বা অশান্তির পরিবেশের দিকে নজর রাখতে পুলিশের তরফে ওড়ানো হয়েছে ড্রোন। মনোনয়ন পর্বে নীরব পুলিশ তৎপর স্ক্রুটিনি পর্বে, কটাক্ষ বিরোধীদের।