Iran Hijab Row: হিজাব খুলে বিদ্রোহ, প্রকাশ্যে গুলি করে খুন ইরানি যুবতীকে

হিজাব বিদ্রোহে (Iran Hijab Row) আরও এক মর্মান্তিক ঘটনা। ইরানে গুলি করে খুন করা হয়েছে এক যুবতীকে। নিহতের নাম (Hadis Nazafi) হাদিস নাজাফি। তাঁকে প্রকাশ্যে পরপর গুলি করা হয়।

Advertisements

ইরানি যুবতী আমিনিকে হিজাব না পরার অভিযোগে দেশটির নীতি পুলিশ মারধর করে বলে অভিযোগ। আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে চলছে মহিলাদের হিজাব না পরার বিদ্রোহ। দেশটির নিয়ম সব মহিলাদের মাথা ঢেকে রাখতে হবে। প্রতিবাদে রাস্তায় নেমে হিজাব খুলে চুল কেটেছিলেন নাজাফি।

সেই নাজাফির ছবি ভাইরাল হয়। এবার তাঁকে খুন করা হয়েছে। নাফাজির খুনের পর বিদ্রোহ আরও তুঙ্গে। পুরো ইরান জুড়ে ছড়িয়েছে হিজাব বিদ্রোহ।

বিবিসির খবর, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি হিজাব বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন। নির্দেশ না মানলে শাস্তি হবে বলে জানান।

Advertisements

iran_hijab

বিবিসির খবর, প্রেসিডেন্ট রইসির জারি নির্দেশ অমান্য করেই চুল কেটে ওড়াচ্ছেন ইরানি মহিলারা। বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ, গুলি চলেছে। নিহতের সংখ্যা বাড়ছে। তার মাঝে নাজাফিকে গুলি করে খুনের ঘটনা আরও বিতর্ক বাড়িয়ে দিল।