East Bengal: কবে ইস্টবেঙ্গলের নতুন জার্সি আসছে প্রকাশ্যে? জানুন প্রকৃত তারিখ

46
Emami East Bengal

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ২০২২-২৩ মরসুমের ক্রীড়াসূচি প্রকাশিত হয়ে গিয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী ৭ অক্টোবর শুরু হচ্ছে ISL টুর্নামেন্ট। টুর্নামেন্টে প্রথম খেলা হবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) বনাম কেরালা ব্লাস্টার্স এফসির মধ্যে। এই খেলা হবে কোচিতে,সন্ধ্যে ৭.৩০ মিনিটে। টুর্নামেন্ট শুরু আগে ইমামি ইস্টবেঙ্গলের জার্সি প্রকাশ পেতে চলেছে।

প্রেস বিবৃতি প্রকাশ করে ইমামি ইস্টবেঙ্গল জানিয়েছে,২৯ সেপ্টেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার দুপুর ৩.৩০ মিনিটে রাজডাঙা নব উদয় সংঘ ক্লাবে আসন্ন। ISLসিজনের জন্য নতুন জার্সি উন্মোচন করা হবে।

প্রসঙ্গত, ডুরান্ড কাপের নিয়মরক্ষার ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) জয় পেয়েছিল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ৪-৩ গোলের ব্যবধানে। গত ইন্ডিয়ান সুপার লীগে (ISL) নাওরেম মহেশ সিংর জোড়া গোলে এফসি গোয়ার বিরুদ্ধে শেষ জয়ের মুখ দেখেছিল মারিও রিভেরার এসসি ইস্টবেঙ্গল।

এই দুই জয়ের মাঝে পদ্মা নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। গত ISL মরসুমে দুই ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে হার (মোট টানা ৫ ডার্বি ম্যাচে পরাজয় লাল হলুদ শিবিরের) সব মিলিয়ে ২০২১-২২ ISL সেশনে লাল হলুদ জার্সিতে লাস্ট বয়ের তকমা সেটে রয়েছে,যা এখনও মুছে যায়নি।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)