পরবো না হিজাব…পোশাক খুলে ইরানি তরুণীর প্রতিবাদ

পরোয়া করি না তোমার ধর্মীয় নিয়মের! এমনই বার্তা বহুবার দিয়েছেন ইরানি মহিলারা। বারবার হিজাববিহীন মুখ দেখিয়েছেন তারা। চরম শাস্তি হয়েছে। বিক্ষোভে শতাধিক মৃত্যু হয়েছে। হিজাব…

পরোয়া করি না তোমার ধর্মীয় নিয়মের! এমনই বার্তা বহুবার দিয়েছেন ইরানি মহিলারা। বারবার হিজাববিহীন মুখ দেখিয়েছেন তারা। চরম শাস্তি হয়েছে। বিক্ষোভে শতাধিক মৃত্যু হয়েছে। হিজাব আইন ততই কড়া করেছে ইরান সরকার। এবার প্রতিবাদ হলো পোশাক খুলে!

সোশ্যাল মিডিয়া ভিডিও এবং নিউজ রিপোর্ট অনুসারে ইরানের কঠোর ইসলামিক ড্রেস কোডের প্রতিবাদে শনিবার ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে একজন তরুণী তার পোশাক খুলে ফেলেছিলেন। সেই ছবি চরম বিতর্ক তৈরি করেছে।

   

ইরানি ছাত্র আমির কবিরের পোস্ট করা ফুটেজটিতে দেখা যাচ্ছে, ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা ওই পোশাকবিহীন মহিলাকে আটক করছেন৷

বিতর্কের মাঝে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আমির মাহজব এক্সে বলেছেন “পুলিশ স্টেশনে … দেখা গেছে যে তিনি গুরুতর মানসিক চাপের মধ্যে ছিলেন এবং একটি মানসিক ব্যাধিতে ছিলেন।”

Advertisements

ইরানি সংবাদপত্র হামশাহরি জানিয়েছে, আরও তদন্তের পরে তাকে মানসিক হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেছে, “ইরানের কর্তৃপক্ষকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মুক্তি দিতে হবে… তার মুক্তি মুলতুবি থাকা, কর্তৃপক্ষকে অবশ্যই তাকে নির্যাতন থেকে রক্ষা করতে হবে এবং তার পরিবার ও আইনজীবীর কাছে অ্যাক্সেস নিশ্চিত করতে হবে।” এই গোষ্ঠী ইরানের কারাগারে নারীদের প্রতি কথিত দুর্ব্যবহারের নথিভুক্ত করেছে, তার সুরক্ষার আহ্বান জানিয়েছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News