সহজ জয় হাতছাড়া হতেই দলকে কঠোর শাস্তি ‘গুরু’ গম্ভীরের!

indian-cricket-team-eden-loss-no-holiday-gautam-gambhir-decision

ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই বদলে গেল ভারতীয় দলের (Indian Cricket Team) অন্দরমহলের চিত্র। পরিকল্পনা ছিল অন্যরকম জিতলে কয়েকজন ক্রিকেটার পেতেন ছোট ছুটি, মিলত বিশ্রাম। কিন্তু মাত্র তিন দিনে শেষ হয়ে যাওয়া ম্যাচে ভারতের পরাজয় বদলে দিল গোটা সমীকরণ। এবার কঠোর বার্তা দিলেন ‘গুরু’ গৌতম গম্ভীর।

১৩ বছর পর কলকাতায় টেস্ট হারল ভারত। স্পিন-বান্ধব উইকেটে দাপট দেখানোর আশা থাকলেও ফল হল বিপরীত। দলের দাবি মেনে টার্নিং ট্র্যাক তৈরি করা হয়েছিল, সেটাই হয়ে উঠল বুমেরাং। পরিসংখ্যান বলছে, দেশের মাটিতে শেষ ছয় ম্যাচের মধ্যে চারটিতেই হার ভারত। ইডেনের পিচ নিয়ে প্রশ্ন উঠতেই গম্ভীর স্পষ্ট জানালেন, দায় পিচের নয়, ব্যাটিং ব্যর্থতার। ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য, “আমরা যেমন পিচ চেয়েছিলাম, তেমনই পেয়েছি। কিউরেটর দারুণ কাজ করেছেন। এই ধরনের উইকেটে ধৈর্য জরুরি, যারা দেখিয়েছে তারাই রান পেয়েছে।”

   

পরবর্তী টেস্ট ২২ নভেম্বর। ইডেন টেস্ট তিনদিনে শেষ হয়ে যাওয়ায় দলের হাতে বাড়তি দু’দিন সময় ছিল। সেক্ষেত্রে কিছু ক্রিকেটারকে ছুটি দেওয়ার পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু ভারতের পরাজয়ের পর সেই ‘বিশ্রামের স্ক্রিপ্ট’ উলটে গেল পুরোপুরি। গম্ভীরের নির্দেশ, মঙ্গলবার থেকেই ইডেনে পূর্ণাঙ্গ অনুশীলন। কোনও ব্যতিক্রম নয়, ছুটির প্রশ্নই নেই।

গম্ভীরের মন্তব্য থেকেই একরকম পরিষ্কার মাঝে মধ্যে সাফল্য এলেও লাল বলের ক্রিকেটে ভারতীয় ব্যাটিংয়ের মৌলিক সমস্যাগুলি নিয়ে তিনি চিন্তিত। ডিফেন্স আরও পোক্ত করতে হবে, স্পিন মোকাবিলার দক্ষতা বাড়াতে হবে—এমন ইঙ্গিতই দিলেন তিনি। প্রশ্ন উঠছে, ইডেনে বাড়তি অনুশীলনেই কি পাল্টাবে ভারতের ভাগ্য? নাহলে লাল বলের ক্রিকেটে গম্ভীরের কোচিং-প্রদর্শনও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন