HomeUncategorizedUkraine War: ইউক্রেন যেন স্তব্ধ পুরী, হেঁটে হাঙ্গেরির পথে যাত্রা শরণার্থীদের

Ukraine War: ইউক্রেন যেন স্তব্ধ পুরী, হেঁটে হাঙ্গেরির পথে যাত্রা শরণার্থীদের

- Advertisement -

পতনের মুখে ইউক্রেন। রাশিয়ের দখলে দেশ চলে যাওয়া নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ইউক্রেবাসী। তাই কেউ নিজেদের গাড়িতে, কেউ আবার পায়ে হেঁয়ে হাঙ্গেরিতে যাত্রা করেছেন। ইউক্রেন থেকে হাঙ্গেরিতে ঢোকার জন্য সীমান্তে অপেক্ষা করছে বহু শরণার্থী।

ইউক্রেন যেন স্তব্ধ পুরী। প্রয়োজনীয় জিনিস নিয়ে হাঙ্গেরি যাচ্ছেন বহু নাগরিক। খালি ক্যাশ মেশিন, খালি সুপারমার্কেট। পেট্রোল স্টেশনে দীর্ঘ লাইন। বৃহস্পতিবার ইউক্রেনের ছবি থমথমে পরিবেশের সাক্ষী। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকারপাথিয়া থেকে বৃহস্পতিবার হাঙ্গেরিতে আসা প্রথম উদ্বাস্তুদের একজন ক্রিস্টিয়ান সাজাভলা বলেন, বহু মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে যাচ্ছেন। দেশের হাঙ্গেরির দিকে একটি পেট্রোল স্টেশনে এক যুবক বলেন, “পাহাড়ের ওপাশের শহরে সাইরেন আর রাশিয়ার বোমা বর্ষণের শব্দে জেগে উঠতে হচ্ছে। আমরা তার মধ্য দিয়ে যেতে চাই না।”

   

ইউক্রেনের ট্রান্সকারপাথিয়া অঞ্চলটি কার্পাথিয়ান পর্বতশ্রেণী দ্বারা দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। এখানে প্রায় ১ লক্ষ ৩০ হাজার হাঙ্গেরিয়র বাস। সজাভলা নামে একজন মার্কেটিং পেশাদার বলেছেন, “পেট্রোলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। ব্যাঙ্কের এটিএমগুলি খালি। ভিড়ের কারণে দোকানের তাকগুলি সাফ হয়ে যাচ্ছে।” তিনি বর্তমানে পূর্ব হাঙ্গেরিতে বন্ধুদের সাথে সাময়িকভাবে থাকার পরিকল্পনা করছেন৷ .

বৃহস্পতিবার পর্যন্ত হাঙ্গেরির পুলিশ জানিয়েছে যে সীমান্ত বরাবর হাঙ্গেরিতে প্রবেশের জন্য গাড়ির দীর্ঘ সারি অপেক্ষায় আছে। ইউক্রেন ও হাঙ্গেরির মধ্যে ১৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার প্রায় পুরোটাই এখন শরণার্থীদের ভিড়ে ঠাসা। হাঙ্গেরির সংবাদ সংস্থা সূত্রে খবর অন্তত ৪০০ থেকে ৫০০ শরণার্থী পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করেছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular